ভাষার জন্য দিয়েছিলো যারা প্রাণ
চলো সুরে সুরে গাই বাংলায় তাঁদের গান
পৌঁছে দেই পবিত্র আত্মায় শান্তির ঘ্রাণ
রেখেছি যে হৃদয়ে তাঁদের অমরত্বের স্মরণ ।
উড়িয়ে দাও মনের কপাট খুলে আছে অক্ষর যত
শব্দের বাঁধাহীন আবাদে গড়ো বাংলায় দূর্গ
গর্জে উঠো অ আ ক খ ধ্বনির উন্মুক্ত আওয়াজে
কে বাঁধা দিবে আজ ! উড়িয়ে দেবো সব ভাষার গোলা বারুদে ।
আছে আমাদের গৌরব গাঁথা কন্ঠস্বরের মুক্তি
মায়ের বুলির প্রতিস্থাপনে তাই হয় আমাদের প্রশান্তি
ভয়ের বিষাক্ত তির উপেক্ষা করে রেখেছিলো তাঁরা জীবন বাজি
তাই তো চৌষট্টি বছর ধরে কলার উঁচিয়ে বলেছি আমরাই গর্বিত বাংলাভাষী
বলবো আরও হাজার কোটি বছর, বলবো পৃথিবী ধ্বংস অবধি
রুখতে আমাদের সাধ্য আছে কারো কী !
কৃষানের দেশ, নদীর দেশ, এই আমাদের বাংলাদেশ
সবুজের দেশ, পাখপাখালির দেশ, এই আমাদের বাংলা ভাষার স্বদেশ
লালের দেশ, বীরের দেশ, এই আমাদের প্রাণের মাতৃদেশ।
কেমন তরে ভুলে যাই এমন আত্মার বন্ধন
যা ভুলে গেলে হয় আমাদের জীবন্ত মরণ
যাকে জড়িয়ে আমাদের অজানা আবেগ ভালোবাসা
যাতে জড়িয়ে আছে আমাদের বুকের শত স্বপ্ন আঁকা ।
আমরা পারবো না ভুলিতে আমাদের এই প্রিয় অমৃত মাতৃভাষা
আর কাউকে কেড়ে নিতে দেবো না আমাদের সেই অর্জিত রক্ত ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২