সুখ-দুঃখ; হাসি-কান্না, কান্না-হাসি । এই সূক্ষ্ম চালের সংজ্ঞা অদ্ভুত এক মুখোশে ঢাকা, মন হয়ে রয় অধরার ধোঁয়াশায় বাঁধা । বিষণ্ণ রাত্রিতে সুখ বয়ে আনে একদল যন্ত্রণা, সে খবর মলিন থাকে মনের দৈনিক সংবাদপত্রে । সংবাদের দলীয়করণ বেফায়দা অহংকার লুটে, গুণগান গায় দৃশ্যমান কান্না-হাসির উল্টো সুরের টানে। ভুল ব্যাখ্যা থাকে- কান্নায় বয়ে চলা সুখগুলো হারিয়ে যাওয়ায়, হাসিতে দুঃখের আগমনী বার্তায়। কখনো কখনো বিশ্বাস মানুষকে অবিশ্বাসের সমুদ্রে ফেলে দেয়, মনের তড়িৎ গতির বৈচিত্রময়তা এমনি আশ্বাস দেয় । আমাদের ব্যর্থ পরীক্ষা- মন গলে যায় যত্নশীল সময়ের কারুকার্যে, মন হয়ে যায় কঠোর যত্নহীন সময়ের আবেদনে; সেখানেও থাকতে পারে জীবন থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা, থাকতে পারে দৃঢ় বন্ধনের শুভেচ্ছা । অথচ মন করে না তাতে তোয়াক্কা, সে চলে আলসেমিতে নিজেকে ব্যর্থ জীবনের যন্ত্রণা কারিগর ঘোষণা দিয়ে ।
অস্তিত্ব ভুলে যাবার আতঙ্কাভাব ভয় আঁকড়ে ধরে পরগাছা গুল্মের ন্যায়, এ শৈল্পিক মোড়ানো থেকে বাঁচতে দিনভর চলে সময় হাসিলের আসক্ত বাজি । কেউ আদিপত্যের ব্যাগ বগলদাবা করে অপূর্ণ হাসিমুখ নিয়ে ফিরে, কেউ ফিরে পরাজয়ের গ্লানি নিয়ে মলিন মুখে। সুষ্ঠু জীবন কখনো প্রতিযোগিতামূলক কোন নিয়ম বেঁধে দেয় নি, যা দিয়েছে তাতো শুধুই সহযোগিতার একটি পূর্ণাঙ্গ উপাখ্যান মাত্র । ভুল ব্যাখ্যায় জীবন অব্দি ধোঁকা খেয়ে খেয়ে দীর্ঘশ্বাসে সম্পন্ন হয় কুলখানি, আমরণের অযাচিত সংগ্রাম চলে মরণের অব্যর্থ সংজ্ঞা মেনে!
নির্দিষ্ট করা পথকে ভাবা হয় যদি সত্য তবে তাতে হাসি কিংবা কান্নায় কী আসে যায়, যা হবে সবই তো সঠিকের অন্তরাত্মায় মোড়ানো অমূল্য ! প্রতিটি গন্তব্যে ছুটে চলে অবলীলায় একটি গঠনমূলক মোড়, যারা মহানের ইতিহাসে নাম লিখিয়েছে তারা কখনো লিখতে পারে নি হাসি কিংবা কান্না ব্যতিরেকে তাদের মহান হওয়ার সংকীর্ণ গল্প। তাদের অর্জিত সেই কান্না-হাসি ছিলো সঠিক পথের ধূলিকণায়, তাই তারা পেয়েছিল হাসির অমূল্য স্বাদ এবং কান্নার অমূল্য অর্জন।
প্রতিটি সত্যিকার উদ্দেশ্যের রূপরেখা অংকিত হয় সহযোগিতা এবং আত্মবিসর্জনের তবীয়ত ব্যাখ্যার মানচিত্রে , হোক সেই উদ্দেশ্য অতিকায় ক্ষুদ্র কিংবা নিম্নশ্রেণী বিশেষ। জীবনের বিপরীতে জীবন ছাড়া আর কীসের অস্তিত্ব খুঁজে বেড়ানো হয়, আদতে অন্য সকল কিছুই আলস্য ঘুমচোখের অস্পষ্টতা ! সম্পর্ক লুকিয়ে থাকে জীবনের মূলনীতিনামক অবহেলার মুখোশে, যেখানে অন্য সকল স্বার্থ বাঞ্চণীয় হয়ে রয় শুধু বেঁচে থাকার সুষ্ঠ চর্চা ব্যতিরেকে ।
মানবসম্প্রদায়ের জীবনাচরণে তুমুল জনপ্রিয়তায় এমনি এক নীতি অকাট্য সফলতায় বিজয় পতাকা উড়িয়ে চলছে, যেখানে জীবন বিনে অন্য সকল বস্তুর ঈর্ষণীয় আদিপত্যের চোখ ধাঁধানো রূপের হাহাকার দূর্গ মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয় । যে দূর্গ মনের কোমল স্পর্শের খোঁজ কখনো পায় নি, শুধু খুঁজে ফেরে ভুল পথের হাসি-কান্নায় ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫