আমার আকাশ সম স্বপ্ন আছে
দুরন্ত হৃদপিণ্ডের ন্যায় ছুটে চলে ।
যদি পারো রুখে দিতে আমায়, তবে দাও !
তোমাদের রূপে কুণ্ডলীবদ্ধ করো
শিকলি পরিয়ে নিক্ষেপ করো তোমাদের নিরাসক্ত শরীরে ।
ততদিনে রুখে দাও যতদিন আমি বৃত্তে বন্দি
যদি না পারো, তবে বৃত্তের বাইরে আর এসো না
ছাই হয়ে যাবে আমার আধিপত্যের আগ্নেয়গিরিতে !
সেদিন শপথ করেছি যেদিন তোমরা ঘুমিয়ে ছিলে
শরীরের সকল ক্ষত পুড়িয়ে দিয়েছি হৃদয়ের ধূপে ।
আমি আজ দুর্ধর্ষ কয়লা, ভোগের রাজ্যে সূর্য লুকিয়ে যাবে
আমি আজ জন্মান্ধ নই, নিজস্ব পৃথিবী দেখি অন্যের চোখে
আমি আজ কাঁদি না, অন্যদের কান্নায় দেখি সেই জল
আমি আজ হাসি না, অন্যদের হাসিতে দেখি সেই প্রসারিত ঠোঁট যুগল ।
আজ আর হতে চাই না আমি উপেক্ষিত,
হাতকড়ি পরিয়ে দিতে চাই সকল অবজ্ঞার পাত্রে ।
আজ আর হতে চাই না আমি ক্ষমতার গোলাম,
নিক্ষেপ করতে চাই সকল অবরুদ্ধকে, বাক্স বন্দি করে ঠিকানাহীন রাজ্যে ।
সকলের আকাশ নীল হওয়া চাই
সকলের আকাশে মেঘ থাকা চাই
সকলের আকাশে বৃষ্টি থাকা চাই ।
সকলের অরণ্যে জোনাক থাকা চাই
সকলের অরণ্যে পিঁপড়া থাকা চাই
সকলের অরণ্যে সিংহ থাকা চাই ।
সকলের রাতে জ্যোৎস্না থাকা চাই
সকলের রাতে অমাবস্যা থাকা চাই
সকলের রাতে একটি সকাল থাকা চাই ।
নির্মল হাওয়ার ত্রাস সৃষ্টি হবে এই পৃথিবীর বুকে
উদাস হবে সুখের অসুখে- মনের আঁচল ছেড়ে সকলে
প্রতিটি জলতরঙ্গের ফোঁটা নিঃশব্দে মিলিয়ে যাবে ।
স্বপ্ন বলে থাকবে না আর কিছুই অবশিষ্ট
মনের আকাশে সকল রঙের ঘুড়ি উড়বে নাটাইবিহীন
তবে সেদিন হয়তো আরেকটি স্বপ্ন উদিত হবে- একটি অপরাধের !
রুখতে যদি চাও তবে দাও নিজেকে রুখে
সকল আঁধারের অলিগলি থেকে নিশ্চুপে ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪