ফেসবুক সম্পর্কে মাঝে মাঝে কিছু গুজব ছোটে। আবার সেই গুজব গুলো অনেকে শেয়ার দেন।
তাই ফেসবুক সত্যিকার কি করে তাই আপনাদের জানালাম-
- ফেসবুক কখনও চার্জ নেবে নেবে না। সবসময় ফ্রী থাকবে।
- ফেসবুকের এড কখনও আপনার পার্সোনাল ইনফর্মেশন এক্সেস করে না।
- ফেসবুক কখনও আপনার পার্সনাল ইনফরমেশন বিক্রয় করে না।
- ফেসবুকে এমন কোন এপ্লিকেশন নেই যা দিয়ে আপনি বুঝতে পারবেন যে, কেউ আপনার প্রোফাইল ভিজিট করেছে।
- কেউ আপনার প্রোফাইল ভিজিট করেছে কিনা? এই তথ্য ফেসবুক আপনাকে দিবে না।
- অন্য কেউ আপনার প্রাইভেট মেসেজ দেখতে পারবেনা।
- যখন কোন সাইটে প্রবেশ করার জন্য আপনি কোন প্লাগইন্স ইন্সটল করেন তখন এই সাইট আপনার কিছু তথ্য যেমন আপনার নাম, বেসিক তথ্য, আপনার লাইক, আপনার ফ্রেন্ড লিস্ট, আপনি কি লাইক করেছেন, আপনি কি রিকমেন্ড করেছেন এসব তথ্য জানবে।
- ফেসবুকের কোন এপ্লিকেশন আপনাকে পুনরায় লগইন করতে বলবেনা। কোন সার্ভে ফর্ম পুরন করতে বলবে না। কোন কিছু ডাউনলোড করতে বলবেনা
সুত্রঃ সংগ্রহ।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৩