নামের আগে প্রকৌশলী লিখতে হলে নাকি ইঞ্জিয়ার্স ইন্সটিটিউট-এ গিয়ে নাম নিবন্ধন করতে হয়।
তার আগে শিক্ষাগত যোগ্যতা নিয়ে মত পার্থক্য রয়েছে। সঠিক বিষয়টি কি তা জানতে ইচ্ছে হয়।
এক্ষেত্রে ইঞ্জিয়ার্স ইন্সটিটিউট-এর কোন তথ্য নেটে খুজে পাইনি।
মনে করেন আপনি এমবিবিএস পাশ করেছেন। দিব্যি নামের আগে ডাক্তার লিখতে পারছেন।
কিন্তু যদি
বিএসসি/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স
অথবা
বিএসসি/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ার পর নামের আগে প্রকৌশলী লিখতে হলে নাকি ইঞ্জিয়ার্স ইন্সটিটিউট-এ গিয়ে নাম নিবন্ধন করতে হয়। কেউ কেউ আবার বলেন বিএসসি/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স পড়ে ইঞ্জিয়ার্স ইন্সটিটিউট-এ গিয়ে নাম নিবন্ধন করা যায় না।
ছোট ভাইকে পরামর্শ দিতে গিয়ে নিজেই গোলমেলে অবস্থায় পড়েছি। উত্তরণের উপায় খুজছি।
যদি কাউরো জানা থাকে প্লিজ।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:০১