এবারের বাজেটে বিড়ি সিগারেটের দাম বেশি হবে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে বিড়ির দাম বাড়বে ও সিগারেটের দাম কমবে।
সরকার বরাবর গরীব মারতে পারদর্শী।
কিভাবে?
বিড়ি খায় গরীব জনগণ। যথা কৃষক, কুলি, রিক্সাওয়ালা, দরিদ্র গ্রামের লোক।
সিগারেট খায় তথাকথিত বড় লোকেরা, পয়সাওয়ালারা।
বড়লোকদের কাড়ি কাড়ি টাকা সিগারেট কিনতে সমস্যা নাই। অথচ সিগারেটের দাম কমল।
গরীবদের আয় রোজগার কম। দিনে আনে দিনে খায়। নেশা মাথা চাড়া দিয়ে উঠলে বিড়ি কিনে খায়। এখন বলেন বিড়ির দাম বাড়লে তারা বিড়ি কিনবে কিভাবে?
তাদের কি শখ আহ্লাদ নাই?
নাকি সরকার ভাবলেন তোদের মত গরীর দুঃখীর বিড়ি খেয়ে ক্যান্সার হয়ে মরে লাভ নাই। তারচেয়ে বরং তোরা যাতে না কিনতে পারিস সেই ব্যবস্থাই করছি।
আর একটা কথা বিড়ির দাম বাড়িয়ে সিগারেট লাইটারের দাম কমিয়ে লাভ কি?
ও বুঝেছি বড়লোকের জন্য সিগারেটের দামের সাথে সিগারেট লাইটারের দামও কমানো হয়েছে।
তেলের মাথায় ঢালো তেল
নেড়ে মাথায় ভাঙ্গো বেল।