আমরা চারজন ছিলাম। দুই বন্ধু কোপেনহেগেন থেকে এসেছে পূর্ব নির্ধারিত এই ভ্রমনের জন্য। অনেক আগে থেকেই লিসেফিওয়ড (Lysefjord) এলাকায় কেবিন বুক করা ছিল। যাওয়ার পথে প্রকৃতি ছিলো নয়নাভিরাম। ছোট ছোট পাহাড়ের বুকে সাদা ভেড়া আর উপরে শুভ্র মেঘের অবিরাম ছুটে চলা...
প্রায় পাঁচ ঘন্টা ড্রাইভ করে আমরা লিসেফিওয়ডে পৌঁছালাম। খুবই সুন্দর এলাকা, কেবিনের তুলতুলে সোফায় বসে জানালা দিয়ে উঁচু পাহাড় আর হাল্কা সবুজ পানি দুইয়েই দেখা যায়।
পরের দিন সকাল সাড়ে সাতটায় আমাদের যাত্রা শুরু। প্রায় ৬৫০ মিটার উঁচু এবং আট কিলোমিটার(উঠা আর নামা) পথ হাঁটতে হয় এই Preikestolen (Pulpit Rock) নামক পাথরের কাছে যেতে হলে। এই প্রেইকিস্টোলেন হল চতুর্ভুজ আকৃতির পাহাড়, যা নরওয়ে্র দক্ষিন-পশ্চিমে রোগাল্যান্ড এলাকায় আবস্থিত। ৬৫০ মিটারের মধ্যে ২০৫ মিটার গাড়ি দিয়ে উঠা যায়, বাকি পথটুকু হেটে উঠতে হয়। তবে সোজা পথ নয়,পাহাড়ি উঁচু নিচু, আঁকাবাঁকা এবড়ো থেবড়ো পথ। উঠতে গিয়ে বার বার মনে পারে, এই পাহাড় পাড়ি দেয়া অসম্ভব! কিন্তু ঘাভ্রানোর দরকার নেই কিছু দূর গেলেই সমতল রাস্তাও পাবেন।
পাহাড়ের চূড়ায় উঠে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেললাম! কত সুন্দর হতে পারে প্রকৃতি! স্বর্গ যে মর্তে বিদ্যমান তারই প্রাকৃতিক উদাহরন। নীল আকাশে তুলারুপি পাহাড়ের চূড়াকে স্পর্শ করেছে আর পাহাড়ের পাদদেশে সবুজ পানি বয়ে চলেছে আজানা গন্তব্যের উদ্দেশ্যে। আর পানিতে বয়ে চলা জাহাজগুলোকে মনে হচ্ছে খেলনা, এই যেন হাত দিয়ে তুলে নিতে পারব। পরের ভাললাগাটা শুধু ছবিতে...
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:১০