চিত্র ১:
দুর্নীতি নিয়ে আমারা অনেকেই অনেক কিছু বলে থাকি আপনি কি ভেবেছেন, এই দুর্নীতি আমরা লালন করি? আপনি বলতে পারেন কেমনে? – খুব সহজ উত্তর!
আপনি- হ্যাঁ, আপনাকে বলছি...আপনি দুর্নীতি করছেন দেখে আপনার কাছ থেকে আপনার পরিপাশের সবাই দেখছে, দেখে নিজেও স্বপ্ন দেখছে কেমন করে অতি সহজে আপনার মত হতে পাড়ে। কারন আপনি যে সমাজের গুনী বাক্তি!
কিন্তু ব্যাপারটা যদি অন্যভাবে দেখেনঃ সেইদিন যদি আপনি দুর্নীতি না করতেন, আপনার ছেলে মেয়ে, সজন-সুজন সবাই দুর্নীতি ব্যাপারটাই উপ্লব্দি করতে পারতনা...আর ব্যাপারটা যদি উপ্লব্দিই করতে না পাড়ে তবে শিখবে কোথা থেকে?
তাহলেতো আপনিই এই দুর্নীতির জন্য দায়ী –চলুন আপনি সচেতন হউন আর অন্যদের ও সচেতন হওয়ার সুযোগ দিন।
চিত্র ২:
আমারা সবাই বাহিরে(বিদেশে) যাই তখন ঠিকিই মুখ মুছার পর টিস্যুটা ডাস্টবিন এ ফেলি, আর ডাস্টবিন না পেলে ঠিকই নিজের পকেটে নিতে ভুল করিনা...এই সব কি আমারা দেশের মানুষদের বলে অনুপ্রাণিত করতে পারিনা? চলুন না আমরা আমাদের চারপাশ পরিষ্কার ও পরিছন্ন রাখি!
চিত্র ৩
বিভিন্ন ব্লগ বা ফেইসবুকে অনেক কিছুই শিক্ষনীয় আছে। আমাদের খুবই ভাল লাগে যখন ভাল কনো তথ্য পাওয়া যায়। কিন্তু ফেইসবুকে ইদানীং মানুষ এতবেশি আজগবি খবর প্রকাশ করছে, আমার মনে হয় ফেইসবুক কর্ত্রীপক্ষেরই উচিত একদল বিশেষঅজ্ঞ নিয়োগ দেয়া (অন্ততপক্ষে আমাদের দেশের জন্য) যারা খবরগুলো সঠিক নাকি ভুল ওটা আমাদের জানাতে পারবে!! অন্যত্র আমরা নিজেরাই সচেতন হইয়ে নিজ দায়িত্বে ভুল বা বানোয়াট খবর প্রকাশ থেকে বিরত থাকি! এতে করে যেমনি আপনি অন্যের সময় বাচাবেন টিক তেমনি ভুল শিক্ষার হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করেতে সহয়তা করবেন। ভালো/সঠিক খবর যে যত বেশি পারেন লিখুন, শেয়ার করুন অন্যের সাথে, যাতে মানুষ জানতে পাড়ে।
চিত্র ৪
আমরা সবাই বলি, কোচিং পদ্ধতি শিক্ষা বন্ধ হউক কিন্তু নিজের ছেলে বা মেয়েকে ঠিকই কোচিং এ পাঠানো হয়েছে ভাল নম্বর পাওয়ার প্রতাশায়। এভাবে আমারা একটা নিয়মের মধ্য পড়ে যাচ্ছি। আপনি শুরু করুন না, দেখবেন আমরা সবাই আপনাকে অনুসরন করছি। কাউকে না কাউকে (গরুকে নয় মানুষকে) তো শুরু করতেই হবে, কেন আপনাকে দিয়েই নয়!!
আরও কিছু চিত্র মাথায় আছে, আশা করি ভবিষ্যতে এইটা নিয়ে লিখব...