কিছুটা লাভ কিছুটা এট্ট্রাকশন কিংবা শুধু লাভ বা শুধু এট্ট্রাকশন,বলা যায় একটা কনফিউশন,
এতো কনফিউশনের মধ্যেও প্রতিদিন দেখতে না পেলে কোন কিছুতে যেন মন বসে না।
পেছন পেছন হাটতে হাটতে হঠাৎ পাশাপাশি হেটে স্কুল যাওয়া,
অন্য কারোর সাথে কথা বলতে দেখলে তিব্র জেলাসি,কেন কথা বলবে ওর সাথে তর্ক বিতর্ক।
অল্পতে অভিমান,
অভিমান করে দু-চারদিন কথা বন্ধ করে দেওয়া।
মুখভার করে ছলছল চোখে একে অপরের দিকে চেয়ে থাকা, চোখে চোখ পরলে অভিমানে চোখ ফিরিয়ে নেওয়া।
একসাথে সব প্রাইভেট পড়া, পড়ার টেবিলের নিচে একে অপরের পায়ে পা রেখে মুচকি হাসা,
সবার চোখ এড়িয়ে হাতটা ধরার চেষ্টা খাতা বা বই দেবার ছলে হাতটা ছুঁয়ে দেওয়া
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১২