আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরীব-দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে।
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭ই মার্চ ১৯৭১
এতোদিন যেই ভাসন শুনে এসেছি হয় সেটা মিথ্যা না হয় তার আদর্শে চলা মানুষ গুলো মিথ্যা।
স্বাধীনতার আগে আমরা ২৩ বছর যে ৫৬% বৈষম্যের শিকার হয়েছিলাম পাকিস্থানের কাছে,স্বাধীনতার পরেও যদি এই ৫৬% কোটার সম্মুখীন হই তাহলে তো আমাদের এই দেশে জন্ম নেয়া অভিসাপ।
আচ্ছা আজ যখন নিজের টাকায় কিনা অস্ত্র দিয়ে নিজের দেশে অধিকারের প্রশ্নে আন্দোলনরত মানুষের উপর হামলা চালানো হচ্ছে তখন ৭১ পূর্ববর্তী ও ৭১ পরবর্তীতে স্বাধীনতার কোন স্বাদ বা পার্থক্য অনুভব করতে পারিনা
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০