মনে মনে ভেবে রেখেছেন খুব লক্ষ্মী টাইপের বৌ হবেন আপনি। দুজনে মিলে খুব দারুণ ভাবে সংসার করবেন।আপনাদের ঘর আলো করে ফুটফুটে একটা সন্তান আসবে, তার নাম নিয়ে ভাবেন, ছেলে সন্তান হলে কি নাম রাখবেন, কিংবা মেয়ে হলে, এসব ভাবতে ভাবতে স্বপ্নের মতো আপনার দিন যায়।
একটা ছেলের সঙ্গে আপনার কয়েক বছরের সম্পর্ক। আপনি আপনার জীবনের সবকিছু তাকে দিয়ে দিয়েছেন।(মেয়েদের সবচেয়ে দামি সম্পদ)
কিভাবে আপনি তার সাথে সংসার করবেন এই জিনিস গুলো আপনি প্রতিনিয়ত ভাবেন।
একদিন ছেলেটা এসে কোন কারণ ছাড়াই বললো
শোন তোমার সাথে আমার আর যাচ্ছে না। আমাদের ব্রেকআপের দরকার, তুমি তোমার পথ দেখো, আমি আমারটা দেখি, কি করবেন আপনি ?
একটা মেয়েকে আপনি প্রচন্ডভাবে ভালোবাসেন।
সারাদিন তার কথা ভাবেন। ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা সে আপনার মাথায় ঘুরে বেড়ায়। দ্বিতীয় কোন মেয়ের অস্তিত্ব আপনার জীবনে কল্পনা করতে পারেন না।আপনি ভাবতে-ই পারেন না তাকে ছাড়া কিছু। কিন্তু ভয়ে সেই ভালোবাসার কথা বলতে পারছেন না।
এভাবে চলতে লাগলো দীর্ঘদিন তারপর মনে সাহস নিয়ে বলে-ই ফেললেন সেই মেয়েটাকে। ভিতরে
ভিতরে ভালোবাসার পর আপনি সাহস করে বলে
ফেললেন আপনার সকল আবেগ অনুভূতির কথা।
সব শুনে মেয়েটা আপনাকে বললো সব বুঝলাম কিন্তু আমার তো বিয়ে ঠিক হয়ে আছে। কিংবা আমার একজন আছে। আমার পক্ষে কাউকে আর ভালোবাসা সম্ভব না, এতো জমানো অনভুতি মেয়েটার একটা মাত্র কথায় সবশেষ ! কি করবেন আপনি?
অথবা, একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক। রাতজেগে কথা বলতে বলতে সকাল হয়ে গেছে এমন ইতিহাস আপনাদের আছে। আপনাদের আছে সামান্য দুঃখে বৃষ্টির রাতে রাতভর কেঁদে কাটানোর ইতিহাস। একদিন আপনাকে দেখতে না পেলে মেয়েটা পাগলের মতো হয়ে যায়। সেই মেয়ে একদিন আপনাকে ফোন দিয়ে বললো
আগামীকাল আমার বিয়ে। ছেলে তোমার চেয়ে অনেক ভালো, ভালো চাকরি করে! তুমি আমাকে আর ডিস্টার্ব করো না প্লিজ। ভালো থাকো" কি করবেন আপনি?
আপনি কি করবেন জানি না। কিন্তু সত্যি কথা বলতে
আপনার আসলে কিছুই করারও নাই। কেউ আপনার পাশে এসে দাড়াতে না চাইলে, পাশে না থাকতে চাইলে, চলে যেতে চাইলে আপনার করার কিছু থাকে না।
তবুও মানুষ অনেক কিছু করে। নিজেকে কষ্ট দেয়।
সিগারেট না খাওয়া ছেলে বসে গাঁজা খায়। কেউ মদের
বোতল খোলে। বমি করে ঘর ভাসায়। উঠে বসে ঢুলু ঢুলু চোখে শেষরাতে কবিতা লেখে। ক্লাসের সবচেয়ে
বেশি নাম্বার পাওয়া ছাত্র ফেল করে। সারাদিন টই টই
করে বেড়ানো মেয়ে রাতের পর রাত নির্ঘুম কাটায়। নিজের জীবনটাকে নষ্ট করে দেয়।
এসবের আসলে কোন মানে হয় না। গভীরভাবে কাউকে চাওয়ার পর তাকে না পেলে চুপচাপ ফিরে আসতে হয়। তারপ্রতি অভিমান থাকুক, ঘৃণা থাকুক কিংবা থাকুক অনেক প্রশ্ন -সব কিছু নিয়ে ফিরে এসে নিজের জীবনটাকে গোছাতে হয়। ফিরে আসুন!
একটাই মাত্র জীবন পায় মানুষ। হেলায় কারো পথ চেয়ে আশায় কিংবা নিরাশায় শেষ করে দেয়ার জন্য জীবন দেয়া হয় নাই মানুষ কে!
মানুষ প্রেম ভালোবাসাটাকে
যতো টা গুরুত্বপুর্ণ মনে করে জিনিসটা আসলে ততোটা গুরুত্বপুর্ণ না। এইটা একটা বয়সের দাবী মাত্র। এই
বয়সটা চলে গেলেই জীবনের অন্য কোন মানে এসে
দাড়াবে।
কাউকে গভীরভাবে ভালোবাসার পর তাকে পেলে
আপনার কপাল ভালো। না পেলে কপাল খারাপ। জাস্ট
এতোটুকুও। আর কিছু না। এরচেয়ে বড়ো করে দেখতে
গেলেই জীবন আপনার কাছে মূল্যহীন হয়ে যাবে।
একটাই মাত্র জীবন আপনার। কারো জন্য যদি জীবনটা অর্থহীনই করে দিবেন তাহলে আপনার এই জীবন নিয়ে আসার দরকার ছিলো না। জীবনে ভালো থাকাটা খুব গুরুত্বপুর্ণ। ভালোবাসার মানুষকে নিয়ে অথবা যে আপনাকে ভালোবাসে তাকে নিয়ে কিংবা একলা একলা
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩