আমরার সামহোয়্যারের লেখা নিয়া বই প্রকাশ হইছে,
এইডা মানুষজনরে বইমেলাতে নিয়া গিয়া দেখাই,
কত্ত ভালো লাগে। মনটা ভইরা উঠে।
এ-তিমের দল যতই মহিষের চিতকার দেউক লাভ নাই।
তাগোর জ্বলুনি আর চুলকানি দেখার মতো!
খুউব এনজয় করতাছি!
এখন,
আমি স্রোত স্পর্ধা নিয়া কিছু কথা বলিঃ
আমরাই ইস্যু তৈরী করবো।
আমরাই এনলাইসিস করবো।
আমরাই ধম্ম নিয়া পুস্ট দিবো।
ওদের কাজ হবে রিএকটিভ।
আমরাই হবো উদ্যোক্তা।
ওরা হবো ভোক্তা।
আমরা হবো ফার্সট পারসন।
ওরা সেকেন্ড পারসন।
আমরা হবো লেখক।
ওরা হবে সমালোচনাকারি।
আমরাই ভদ্র-আধুনিক-সুসাহিত্য লেখবো। ছড়িয়ে দেবো।
আমরাই আইটি লিখবো।
ওরা শুধু হাভাতের মতো চিল্লাবে!
যা পাবে তাই গিলবে।
আর পরিমাণে কম হইছে বলে ছিচকাদুনি-নাকিকান্না করবে।
আমি স্রোত বলছি যে,
ওরা শুধু দূর থেকে বেহায়ার মতো দেখবে।
জিহবা দিয়ে লোল ঝরবে।
খেতে ইচ্ছে করবে।
ঘেউ ঘেউ করলেই পিঠে গরম ভাতের মাঢ় ফেলে দেয়া হবে।
তিড়িং বিড়িং করে লাফাবে।
সবার কাছে হাসির পাত্র হবে।
*********
আমরা শুভ্রতা পক্ষের, আমরা ক্রিয়েটিভ মানুষ+ব্লগার হবো
লিখক,
স্রোত