সামু একটি বিশাল প্লাট ফর্ম, এখানে অনেক অনেক ব্লগার আছেন, থাকবেন, কেউ সময়ে হারিয়ে যাবেন আবার কেউ নতুন করে আসবেন। এটাই স্বাভাবিক।
হ্যা, আমি নতুন ব্লগার, আবার ব্লগের বয়স মাত্র ২ বছর ৫ মাস। এ ছোট্র সময় এখন পর্জন্ত একজন ভাল মানের ব্লগার হতে পারি নাই, তারপরেও যতটুক পেরেছি সেটা অন্যান্য ব্লগারদের সাহায্যেই পেরেছি। এবং এটাই সামুর মুল শক্তি। এখানে একজন ব্লগার অন্য ব্লগারকে কখনই ছোট করে না বা কস্ট দেয় না, বরং প্রচুর উৎসাহ দিয়ে থাকেন।
আমি মনে করি আমাদের সামু পরিবারের নতুন সদেস্য যারা আসছেন তাদের সাথে আমাদের পরিচিত হতে হবে, তাদের লেখা পড়তে হবে, ভাল লিখলে ভাল বলতে হবে, খারাপ হলে পরামর্শ দিতে হবে।
তাই আমি কিছু ব্লগারের ব্লগ বাড়ির পরিচয় তুলে ধরলাম। আমি আশাকরি ও বিশ্বাস করি আপনারা তাদের ব্লগ বাড়িতে যাবেন, তাদের আথিতিয়তা গ্রহন করবেন।
মাহাবুবুল হাসান নীরু,
সম্ভাবত প্রবাসি ব্লগার। কানাডার চমৎকার একটি ভ্রমনের বর্ননা দিয়েছেন উনি। আশে পাশের পরিবেশের যে বর্ননা উনি লেখনির মাধ্যমে প্রকাশ করেছেন সেটা ঈর্ষানিয় ।
উনার পোস্টে যেতে এইখানে ক্লিক করেন প্লিজ।
কবিতা পড়তে চান? তাহলে পাগলা জাঈদ এর ব্লগ থেকে ঘুরে আসুন। সামুর এত এত কবির মাঝে উনাকেও নিয়মিত দেখব বলে আশাকরি
উনার পোস্টে যেতে এইখানে ক্লিক করেন প্লিজ।
সানজিদা রওশন
ব্লগ লিখছেন তিন মাস, কিন্তু আমার মনে হয় ভাল ব্লগার হবার প্রতিভা উনার আছে। কবিতা ও গল্পের এক সুন্দর মিশ্রণ পাবেন উনার ব্লগে। উনার পোস্টে যেতে এইখানে ক্লিক করেন প্লিজ।
আদম সন্তান ব্লগার
মাত্র একটি লেখা দিয়েই আমার মন কেড়ে নিয়েছেন।
ছেলেটি কার? ১ম পর্ব
তুতু বাবু
ব্লগ লিখছেন তিন মাস ধরে, কবিতা ও গল্পের মিশ্রন আছে। দুটই আপনাদের ভাল লাগবে আশা করি। উনার পোস্টে যেতে এইখানে ক্লিক করেন প্লিজ।
আক্তার জাহান
ব্লগ লিখছেন ৩ মাস ৩ সপ্তাহ।
ধর্ষণ ও আমাদের মানসিকতা নামক লেখাটা দারুন হয়েছে। আমি মনে করি আমরা যারা বিভিন্ন সামাজিক বিষয় লেখালেখি করি, তাদের দলে আর একজন পেলাম।
উনার পোস্টে যেতে এইখানে ক্লিক করেন প্লিজ।
লামিয়া মাহমুদ ,
ব্লগের বয়স তিন মাস পেরিয়েছে, এখুনি ১১টা পোস্ট দিয়েছেন, তাই উনি নিয়মিত ব্লগার হবেন বলেই আশারাখি। উনি বিভিন্ন ইনফরম্যাটিক পোস্ট দেন, সবার ভাল লাগবে আশা করি। উনার পোস্টে যেতে এইখানে ক্লিক করেন প্লিজ।
উপমা সৈয়দ
উনার ব্লগের বয়সও তিন মাস পেরিয়েছে, লেখার হাত/স্টাইল অনেক অনেক ভাল। যেমন কবিতা, তেমনি ফটু ব্লগ, গল্প এবং প্রতিবাদি লেখা। সব মিলিয়ে একজন ভাল মানের ব্লগার হবার যোগ্যতা আছে, এক কথায় দারুন।
উনার পোস্টে যেতে এইখানে ক্লিক করেন প্লিজ।