আমার গতকালের সামু পোস্ট পড়ে অনেকেই খুব চিন্তিত।
আমি জামাতের এগেনেস্টে কথা কই, তার মানে আমি জামাত ও বিএনপি না।
আবার বর্তমান সরকারের কাজের সমালচনা করি, তার মানে আমি আওয়ামলীগও না।
এরশাদ চাচ্চুকে স্বৈরাচার কইছি, অর্থাৎ আমি জাতীয় পার্টিও না,
তাইলে আমি কোনডা??? আমি কে??
ওওওও বুচ্ছি এস,আর,জনি বাম দল। হের লাইগাই তো কই, হেতেনে এইরকম "চ্যাটাং" "চ্যাটাং" কথা কয় কেন।
কিন্তু না, আমি বাম দল করি না।বরং স্বাধীনতা যুদ্ধের পরবর্তি সময় ওদের কাজ কর্মের জন্যে কিছুটা ঘৃনাও করি।
আসলে ডান-বাম-উপর-নিচে কোনো রাজনৈতিক দলই করিনা।
কি কথা বিশ্বাস হইল না??? তাইলে আপনে একবার বুকে হাত দিয়ে বলেন তো? এই দেশ কি আওয়ামলীগের???
এই দেশ কি জামাত ও বিএনপি'র?? বা বাম দলের??
এদেশের সব মানুষকেই কি "রাজনৈতিক"পার্টির "লেজুড় বৃত্তি" করতেই হবে?? সব মানুষই কি রাজনৈতিক নেতাদের কাছে নিজের “সম্ভ্রম” বিকিয়ে দেয় দুটো পয়সার লোভে?? সব মানুষকে কি অন্ধের মত "দলিয় প্রধানের" অপকর্মের সাফাই গাইতে হবে??
আরো একটি প্রশ্ন করি, এদেশে প্রায় ৯০%+ মানুষ মুসলিম] ।
বাংলাদেশের সকল ধর্ম প্রান মুসলমান কি জামাতে ইসলামির মউদুদি রাজনিতি করে? আমার মনে হয় করে না, করলে এই দেশ অনেক আগেই জামাতের হাত ধইরা “তালেবানি বাংলাস্থান” হইত।
আমি আরো বিশ্বাস করি বাংলাদেশের একটি বিরাট অংশের ভোটার কোনো রাজনৈতিক দলের কেনা গোলাম না। বা কাউকে জমা খরচ দিয়ে চলে না। তারা তাদের পছন্দ অনুযায়ী তাদের ভোট দেয়, কারন গত দুইটি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল তাহলে এমন হত না।
(জামাত/জাতীয় পার্টি/বাম দল এদের আমি গোনায় ধরলাম না, কারন এরা নিজের কিছুই করতে পারে না, এরা যে সকল আসন থেকে পাশ করে সে খানে প্রধান দল আওয়ামলীগ বা বি এন পি আসন ছেরে দেয় অর্থত প্রধান দলের ভোট গুলও ঐ বিকালঙ্গ দলেরা পেয়ে পাশ করে)
২০০১ এ আওয়ামলীগ ৪০% ভোট পায় এবং ২০০৮ এ ৪৯% ভোট পায়, অর্থাৎ ৯% কম বেসি হতে থাকে।
২০০১ এ বিএনপি ৪১,৪০% ভোট পায়, এবং ২০০৮ এ বিএনপি ৩৩,২% ভোট পায় এখানেও প্রায় ৯% কম বেসি হতে থাকে।
আমি তাই প্রচন্ড ভাবে বিশ্বাস করি এই ৯% ভোটার কোনো ভাবেই কোনো দলের “পা চাটা” নয়। বরং সরকার নির্ধারক। তাই এই দেশে বেচে থাকতে হলে কোনো দলের গোলামি করার কোনো প্রয়োজন নাই।
______________________________________________
এই পোস্ট যখন লিখি তখন অনেক রাত হয়ে যায়, তাই ঘুমিয়ে পড়ি।
তন্দ্রাচ্ছলে হটাত ডাক শুনে ঘুম ভেঙ্গে যায়, কাহিনি কি?? কেডা ডাকে আমারে??
তাকাইয়া আমি পুরাই টাস্কি খাইলাম!!!! এইডা কি ফেরস্তা??? নাহ, আমার মত মানুষের কাছে ফেরেস্তারা দেখা করবে না।
ইহা নিশ্চয় জীন বা আলাউদ্দিনের দৈত্য?!!!!!!!
ঐ বেটা আমারে জিগায়ঃ ঐ তুকি কি করস??
:আমি ব-ব-ব ব্লগিং করি, ব্লগার।
:তোর কি মা-বাবা, ভাই-বোন আছে?
:আছে??
:তাদের ভাল কি তুই চাস না??]
চাই।
:তোর কি জানের মায়া নাই?
:আছে?
দৈত্য এবার অট্রহাসি দিয়ে কইলঃ তাইলে এত কথা কস ক্যা?? শিগগিরি সরকারি দলে যোগ দেয়। সরকারের কাছে নিজের “সম্ভ্রম/পূটি” দিয়া দে।নির্বাচনে যে দলই জিতুক, তুই সব সময় সরকারের “পা চাটবি”, দেখবি সব মুশকিল আছান।
ব্লগার হিসেবে নাম কাইমাইতে পারবি, বিসাল বড় সিন্ডিকেট চালানের জন্যে নিয়মিত পেমেন্ট পাবি।
ফেসবুকে ১০ হাজার অনুশারি পাবি, টিভিতে নিয়মিত টকশো’তে গিয়ে নিজের “ডাইল খোর” চেহারা দেখাইতে পারবি। সেলিব্রেটি তকমা পাবি।
উউহাঃহাঃ উহাঃহাঃহাঃহাঃহাঃহাঃহাঃহাঃ উউহাঃহাঃ