এটি গত ফেব্রুয়ারি মাষের এক সন্ধ্যা। এখানে বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন পেষার, বিভিন্ন ধর্মের নারি-পুরুষ এসেছিল।
সবাই আমরা আড্ডা দিয়েছি। আমি তখন নতুন ব্লগার।আমি কাউ কেই চিনি না, কিন্তু সাহস করে গিয়েছিলাম। দেখি আমি ভুল করি নাই। এখানে সবাই শিক্ষিত, ভদ্র এবং মিশুক। নিজে খুব গর্ভ অনুভব করেছিলাম যে আমি কিছু ভাল মানুষেরই সাহচার্য পাচ্ছি।
পুর অনুষ্ঠানে সবাই খুব মিশুক ছিল। সামান্যতম মনমালিন্য কারো সাথে কারো হয় নি।
কিন্তু আজ!!!?????!!!!
হায় কি দেখছি????? এই রকম মন-মানষিকতা সামুর ব্লগারদের????
ছি!!!!! লজ্জা!!!
আমরা অনলাইন এক্টিভিটিসরা নাকি সবাই শিক্ষিত??? এই আমাদের শিক্ষার গুন????
ছি!!!!! লজ্জা!!!
আমরা না এক বোনের সন্মান হানির ঘটনায় "ইউল্যাবের" বিপক্ষে কাধে-কাধ মিলিয়ে লড়েছি???
আমরা না অসহায় মানুষে সাহায্যে এক সাথে কাজ করেছি??
আমরা না অহংকার করি, বাংলাদেশের সব চেয়ে ভাল ব্লগে লেখা-লেখি করি???
আমরা না নিজেদের কে সাদা মনের মানুষ মনে করি????
তাহলে কোথায় গেল আমাদের এই ভাল মানসিকতা??
কোথায় গেল আমাদের সম্প্রিতি??
কর্মব্যাস্ত জীবনের জন্যে রাতে নেট ব্যাবহার করি না, শ্রেফ ঘুমাই। কিন্তু পরের দিন সামুতে এসে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করার নয় এমন কি কল্পনায়ও প্রকাশ করতে লজ্জা লাগে।
এই লজ্জা কি সুধুই আমার??
সুধুই আমার??
বলতে পারেন দোষ কার???
আপনার, হ্যা আপনার,
দোষ আপনার, আমার, আমাদের সবার, এই লজ্জাও আমাদের সবার।
ব্যাক্তি গত ভাবে ধিক্কার জানাই সেই সব ______দের, যাদের জন্যে আজ সামুর এই অবস্থা





সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৫১