প্রথমে আসি এটাকে কেনো এমন শিরোনামে অভিহিত করলাম।এখানে বাংলাদেশের অনেক সৌন্দর্যের মধ্যে অন্যতম একটা সৌন্দর্য লুকিয়ে থাকলেও এটা নিয়ে সরকারের তেমন মাথাব্যাথা নেই কেনো জানি।বরাবরের মতো এই জায়গার যাতায়ত ব্যবস্থা যাচ্ছেতাই... .
যেহেতু আমি ছাত্র এবং সর্বপরি আমি কম টাকায় ভ্রমণ করতে ভালোবাসি।এখানেও আমি কম খরচ করতে চেয়েছি।আমি যাওয়া আসা সহ পুরো খরচ টা দিয়ে দিচ্ছি... .
প্রথমে যেতে হবে আপনাকে মহাখালী বাসস্ট্যান্ড।ওখানকার পাব্লিক টয়লেটের একদম অপজিটেই আপনি পাবেন বিরিশিরি যাওয়ার বাস।
অনেকেই ময়মনসিংহ হয়ে যেতে চান।আমার কাছে ময়মনসিংহ হয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ বলে মনে হয়না।যদিনা আপনার ময়মনসিংহ সম্পর্কে ভালো ধারণা থাকে।ভাড়া নেয় ২২০ টাকা প্রতিজন।বাস খুব বেশি পরিমাণের লোকাল না।ময়মনসিংহ পর্যন্ত নির্বিঘ্নে যেতে পারবেন এরপরের রাস্তা খুবই বাজে।বাস ছাড়বে ৮ টা ২০ এ। ৮ টার মধ্যেই স্ট্যান্ডে চলে যাওয়া ভালো।
টিকিট বুকিং করবেন এই নাম্বারে। .
ঢাকা কাউন্টার: 01917710008 (এরশাদ)
সুসং দুর্গাপুর কাউন্টার: 01711669774 (শিপার)
ব্রিজ ভালো থাকলে আপনাকে YMCA এর রেস্ট হাউজের একটু সামনেই নামিয়ে দিবে... .
এলাকা আন্ডার ডেভেলপড হওয়ায় এই এলাকার রিক্সা আলারা একটু ধান্দাবাজ।
আপনি বাস থেকে নামার সাথে সাথে এরা আপনার আশেপাশে ঘোরাঘুরি শুরু করবে এবং আপনি হাজার চেষ্টা করলেও এদের থেকে দূরে থাকতে পারবেন। . আপনি গুগল ম্যাপ বের করলেই বা একটু তাকালেই YWCA এর গেস্টহাউজের ব্যানার দেখতে পারবেন।হাটার রাস্তা।রিক্সা আলারা ৫-১০ টাকা চাইতে পারে তবে হাটলে ৩ মিনিট লাগবে হাইয়েস্ট।গেস্ট হাউজে আগে থেকেই বুকিং দিয়ে রাখতে পারেন। গেস্ট হাউজগুলোর নাম্বার এগুলো.... .
জেলা পরিষদ ডাক বাংলা: 01558380383, 01725571795 .
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী গেষ্ট হাউজ। ফোনঃ 09525-56042; মোবাইলঃ 01815482006 .
ইয়ুথ মেন খ্রিস্টান অ্যাসোসিয়েশন বা ওয়াইএমসিএ-এর রেস্ট হাউস।: 01818613496, 01716277637, 01714418039, 01743306230, 01924975935, 01727833332 .
সিকিউরিটির কথা চিন্তা করলে YMCA তেই থাকা ভালো।৬০০ টাকা ভাড়া। দুই জনের বেশি প্রতি রুমে উঠতে পারবেন না।তবে ৬০০-৮০০ টাকা ভাড়ায় বাইরের রেসঠাউজ গুলোতে উঠতে পারবেন প্রতি রুমে ২-৬ জন।এক বেডে ট্রিপলিং করে।তবে YMCA এর রেস্ট হাউজে বারবিকিউ করার মতো জায়গা আছে... .
আপনারা ৮ টার বাসে উঠলে বিকেল ৩-৪ টা নাগাদ পৌছাবেন।ফ্রেশ হয়ে হাটতে হাটতে সোমেশ্বরী নদীতে চলে যেতে পারেন।সূর্যস্ত এখানে দেখতে ভালোই লাগে।নিয়মিত বালি ওঠানোর কারণে এখানে চোরাবালি তৈরী হয়েছে।তাই সোমেশ্বরী নদীর পাড়েও স্থানীয় লোকজন হাটাহাটি করতে নিষেধ করেন।কারণ ওখানে প্রায়ই নাকি মানুষ বালির মাঝে নিখোঁজ হয়ে যান। .
নতুন জায়গা রাত নামলেই রেস্ট হাউজে ফেরত আসা ভালো।বারবিকিউ করতে পারেন। যেখানে বাস থামাবে তার উলটো পাশেই ভাঙা চোরা একটা খাবার হোটেল পাবেন।খুব আয়েশী না হলে এখানে ৫০ টাকায় মুরগির মাংশ খেতে পারেন।তবে আয়েশী হলে একটু সামনেই খাবার হোটেল পাবেন।তবে খাবার কোয়ালিটি সব জায়গায় প্রায়ই একই রকম... . পরের দিন সকালে নাস্তা করে।পাহাড়ের জন্য বের হবেন।সোমেশ্বরী নদী পাড় হয়ে ওপার থেকে অটো রিক্সা রিজার্ভ করবেন।
সে নীল পানি এবং চীনামাটির পাহাড় ঘুরিয়ে বিজিবি ক্যাম্পেও ঘুরিয়ে আনবে।টাকা নিবে ৩০০-৯০০। সিজন ভেদে টাকা কম বেশি চায়।মনে রাখবেন নদীর এ পাড় থেকে রিজার্ভ করলে অনেক বেশি টাকা গচ্চা যাবে।রিক্সা ভাড়া করলেও একই জিনিস হবে। .
পুরোটা ঘুরে আসতে আসতে দুপুর হয়ে যাবে।ফ্রেশ হয়েই বিকেল ৪ টার দিকেই নদীর এ পারের পাহাড় আর ইন্ডিয়ার বর্ডার দেখে আসতে পারবেন।জায়গাটা সুন্দর।ভাড়া নিবে রিক্সায় ২০০-৪০০ এর মতো।কম বেশি হতে পারে সিজন ভেদে।তবে রিক্সা আলারা অনেক বেশিই ভাড়া চায় ওই এলাকায়... . সন্ধ্যার দিকে ব্যাক করতে পারবেন রেস্ট হাউজে। রাতে খেয়ে। সকালের দিকে ১১ টায় জারিয়া এসে ট্রেন পাবেন।অটোতে জারিয়া পর্যন্ত আসতে ভাড়া লাগবে ৪০ টাকা প্রতিজন। ট্রেনে কমলাপুর পর্যন্ত আসতে টাকা লাগবে ৮০ টাকা করে প্রতিজন। অনেকে বাসে আসতে চান। আমার মতে ট্রেনে আসা সুবিধাজনক....বিকেলের মধ্যে জ্যাম ছাড়া কমলাপুরে ঢুকে যাবেন আশা কর
.
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫