১৯৮৩ সালে হার্ট অপারেশনের সময় দূষিত রক্ত গ্রহনের কারণে, উইমব্লডন তারকা খেলোয়াড় Arther Ashe এইডস নামক মরণব্যধিতে আক্রান্ত হয়েছিলেন। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য গুনগ্রাহি থেকে সমবেদনা জানানো অনেক অনেক চিঠি ও পেতে লাগলেন। তার মধ্যে একজন ভক্তের আবেগপ্রবণ চিঠির এক অংশের ভাষা ছিল "এই পৃথিবীতে এত মানুষ থাকতে ইশ্বর কেন তোমাকেই বেছে নিল এই মরণ ব্যধিটির জন্যে"।
Arther Ashe এই চিঠির জবাবে যা লিখেছিলেন "সারা বিশ্বে ৫০ মিলিয়ন শিশু টেনিস খেলা শুরু করে, এর মধ্যে ৫ মিলিয়ন শিশু টেনিস খেলা শিখে, ৫০ জন উইমব্লডনে পৌঁছে, ৪ জন সেমিতে, ২ জন ফাইনালে, অবশেষে যখন আমি কাপটি জিতেছিলাম আমি কখনও ইশ্বরকে জিগ্গাসা করিনি কেন আমি?এবং আজ এই মরণ যন্ত্রনাক্ষনে ইশ্বরের কাছে আমার জিগ্গাসা করা উচিৎ নয় কেন আমি?"
"Happiness keeps you Sweet,
Trials keep you Strong,
Sorrow keeps you Human,
Failure keeps you humble and Success keeps you glowing, but only Faith & Attitude Keeps you going...
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৮