শা.বি.প্র.বি তে চান্স পাবার পর আসলাম ভর্তি হতে, বাস থেকে নেমে সি.এন.জি ডেকে বললাম বিশ্ববিদ্যালয় গেট যাবেন মামা? মামা :আওক্কা। উনি রাজী হলেন নাকি হলেন না ,না বুঝে পাশে দাড়ালাম আবার আওক্কা ধ্বনি। আমি শিখলাম আওক্কা মানে আসুন। তারপর ক্লাস শুরু হল ।সিলেট শহর থেকে যারা ভর্তি হয়েছিল তারা মোটামুটি সবাই পূর্বপরিচিত।শুরু হল তাদের সিলটী মাত আমাদের না বুঝে অন্যের দেখাদেখি এক্সপ্রেশন দেবার পালা, যা ওরা বুঝে ফেলেছিল এবং পরিনাম ছিল ভয়াবহ । এরপর ওরা আমাদের হালকা টাইপ গালি দিয়ে হাসতো দেখাদেখি আমরাও । যখন আমি বুঝতে পারলাম আমাদের আবুল হবার কাহিনি তখন রাগ গিয়ে পড়ল পুরা সিলেট এবং সিলটী মাতের উপর। অতঃপর শুরু হল আমাদের সিলেট বিরোধী অভিযান।আমরা সিলেটী মাত থেকে শুরু করে সাতকরা পর্যন্ত পচাঁলাম ।অবশেষে ওনারা আমাদের সাথে প্রমিত বাংলার সিলটী ভার্সনে কথা বলা আরম্ভ করলেন আর আমরা সিলেটজোড়া পাঠশালা থেকে সিলটী মাত আয়ত্ত করার যুদ্ধে নমলাম।এরপর সময় যেতে থাকে আপন নিয়মে আর আমাদের বুকের বামপাশে স্থায়ী আসন দখল করে সিলেটের প্রতি ভালবাসা।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৩১