অনেকেই দেখতেছি "একটি সূরা ও কয়েকটি প্রশ্ন" এই নিয়া অনেক পোষ্ট দিতেছেন হা হুতাশ মুলক এবং ধুঁয়া বিভিন্ন দিকে প্রবাহিত হইতেছে, ঐ পোষ্টের প্রশ্নগুলার জবাব দেয়ার ইরাদা নিছিলাম, আর ভাবছিলাম আলুচনা আরো সামনে আগাই যাবে.. যাই হোক কি ছিল সেই পোষ্টে আসুন একটু দেখার চেষ্টা করি।
তানভীর চৌধুরী পিয়েলের পোষ্টটি ছিল এরকম -

উল্লেখযোগ্য কমেন্ট গুলো








এই পোষ্ট টি ও কমেন্ট গুলার কোথায় ব্লগ ভায়োলেন্স রয়েছে? কিসের ইন্ধনে এটি একটি ব্লগ ভায়োলেন্স? কোন দৃষ্টি কোনে পোষ্টে প্রশ্ন করাতে ইসলামের উপর আঘাত হানছে নাকি উত্তরের চেষ্টায় ব্যাস্ত হওয়াতে নাস্তিকতায় আঘাত হানছে যে এক দিন পর পোষ্টটি সরানোর প্রয়োজন পড়ল? ইসলামী চেতনা এত ঠুনকো না যে কথায় কথায় আঘাত হানবে ইসলামী চেতনায় , ওটা চেতনার সমস্যা। নাস্তিকতাও নিশ্চয়ই এতটা ঠুনকো না!! তাহলে সমস্যাটা কোথায়? একটা সিদ্ধান্ত নেবার আগে বিচার করে নিতে সমস্যা কোথায়?
স্বেচ্ছাচারিতা নামে একটি শব্দ আছে অভিধানে এর মানে দাড়ায় নিজের ইচ্ছা মাফিক কিছু করা। ইয়ার্কি মারার টাইম সব সময় থাকেনা, মাঝে মাঝে মেজাজও বিগড়ায়।
যাই হোক আমরা আলোচনা করছিলাম সুরা আল লাহাব নিয়ে আসুন আলোচনা এগিয়ে যাক।
কর্তৃপক্ষকে অনুরোধ অহেতুক পোষ্ট সরাবেন না, ব্লগ ভায়োলেন্স, বিশৃঙ্খলা সৃষ্টি এই সব পাতলা ধুঁয়া তুলে, স্বাধীন আলোচনা করতে দেন। যখন যা ইচ্ছা হয় সেরাম শরবত খাওয়ানোর কোন মানে নাই, প্রয়োজনে আপনারাও আলোচনায় আসেন, নোটিশবোর্ড তো অনেক দিনই অলস পড়ে আছে।