দারিদ্র কৃষক
--- শ্রাবণ আহমেদ
.
চড়া দামে বেচাকেনা চলে দেখো ওই
টাকার অভাবে আজ অনাহারে রই।
ওহে অনাহার নহে, খেতে পাই নিত্য
হাজার হই না কেন নিচু মধ্যবিত্ত।
এক মন ধান বেচে দু'কেজি পেঁয়াজ
কিনি মোরা এক হাতে নাহি করি লাজ।
কখনও দেখিনি ভেবে একাকী নিভৃতে
পেয়াঁজের জন্য চড়া মূল্য হবে দিতে।
কৃষকে পাই না মূল্য সতত সঠিক
ব্যবসায়ীদের মুখে আলোর ঝিলিক।
পেঁয়াজের দাম কেন বাড়বে এতোটা?
বিক্ষোভে হয় না কিছু, আনাড়ি জনতা।
জানে কি সেই জনতা আসল কাহিনী?
কালো টাকা যাচ্ছে চলে হচ্ছে আমদানি,
নব পেঁয়াজের। আজ অজ্ঞ মোরা সব।
নূতন প্রভাতে হবে ভিন্ন অভিনব।
গুজবে বাড়বে দাম নূতন পণ্যের।
লোভিতে নূতন পণ্য, করিবে অন্যের
প্রশংসা। গুটি কয়েক মানবের হাতে
পয়সা হইবে জড়ো তিমির নিশীথে।
দারিদ্র, সে চিরকাল রবে তাঁর স্থানে
পড়বে ভাঁটা সহসা আপন সম্মানে।