শীত এসেছে
--- শ্রাবণ আহমেদ
.
শীত এসেছে শীত এসেছে শীত এসেছে ভাই।
ঘাস ভিজেছে এই প্রভাতে নীহার নিয়ে গা'য়।
খেঁজুর গাছে রসের হাড়ি
পূর্ব পাড়ায় গাছির বাড়ি
নবাব সাহেব সাত সকালে শশুর বাড়ি যায়।
রাত পোহালে চুলোর পিঠে তাপাই মোরা হাত।
খেঁজুর রসের ভাবাপিঠায় মিটাই মনের সাধ।
ঠাণ্ডা পিঠা রসে ভরা
মিষ্টি তাতে প্রচুর কড়া
মুখ ডুবিয়ে খাই যে মোরা ভাঙি খুশির বাঁধ।
সূর্য মামা দুপুর বেলায় দেয় যদিও উঁকি।
গা'য়ের কাঁপন যায় না তাতে হাত গুটিয়ে থাকি।
গোসল নিয়ে তাল বাহানা
জল নিয়ে মা দিলে হানা
শীতের ভয়ে দৌঁড়ে পালাই গা আড়ালে ঢাকি।
.
ছবি: গুগল
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৮