বড় প্রবৃত্তি ছিলো মনে
--- শ্রাবণ আহমেদ
.
বড় প্রবৃত্তি ছিলো মনে তোমার সনে ওগো
বাঁধবো ঘর জনমভর একসাথে।
নিয়ম করে প্রতি নিশীথে নিভৃতে দু'জন
গল্পের ইতি টানবো রোজ প্রাতে।
হবে না তা, রবে না বুঝি তুমি।
হারিয়ে যাবে সঘন এক মেঘে।
কোনো এক সন্ধিক্ষণে পড়বে মনে,
তোমার ঐ ঠোঁটে এঁকেছিলাম চুমি।
সমবয়সী প্রেম গো সখী বড়ই দুখী।
যাতনা বাড়ায় নোনা জলে ভরায় আঁখি।
যতই তারে রাখি ধরে
উড়াল দেবে যতন করে
দিয়ে এ ঘর ফাঁকি।
চেয়েছিলো মন সদা অনুক্ষণ,
সুখে দুখে রবে এ ভবে
রেখে এক হাত অপরের হাতে।
বড় প্রবৃত্তি ছিলো মনে তোমার সনে ওগো
বাঁধবো ঘর জনমভর একসাথে।