ছলনাময়ী
--- শ্রাবণ আহমেদ
.
চলি একা পথে তব গৃহ হতে লইয়ে শূন্য হাত।
সন্ন্যাসীরও বেশে ঘুরি দেশে দেশে সকাল সন্ধ্যে রাত।
ছলনাময়ী বিষধর তুমি
তোমারই ওষ্ঠে করিয়া চুমি
হইয়াছি কুপোকাত।
ত্রুটি যত ছিলো সবই দেখা হলো ভুল হবে না আর।
নিশি জাগরণে যদি পড়ে মনে মুখ করো না ভার।
তুমি রবে সদা দামি সজ্জায়
নোংরা বসনে মোর রহিবে গায়
দুর্গন্ধ, হাহাকার।
চতুরতা ভারী করো তুমি নারী আছে সে হিম্মত।
সাথি হারা হলে আঁখি নোনা জলে হারায় তখন পথ।
যবে যাবে তব বার্ধক্যে রূপ
ভেঙে যাবে তোমার সকল সংস্রব
বলে যাই ভবিষ্যৎ।
.
০৬/১০/২০১৯
মিরপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৫