লক্ষ্মীছাড়া
--- শ্রাবণ আহমেদ
.
কে ডাকিলো মোরে মৃদুস্বরে ওগো এই প্রভাতে?
সে কি জানে কতকাল ঘুমায়নে আমি রাতে!
আজি আসিলো ওরে চক্ষুজুড়ে কালতন্দ্রা।
শয়ন করিবো পরান ভরিবো লইয়ে নিদ্রা।
তোরা আজ ওরে ডাকিসনে মোরে যা যা দূরে।
আজ নিভৃতে একা শুতে দে না ও ভাই মোরে।
ওরে আর জ্বালাবো না
রাত্রিও জাগিবো না
হাঁক ছাড়িবো না, আর করিবো না ঠকঠক দ্বারে।
শেষ নিশীথে এই প্রভাতে ডাকিসনে আর মোরে।
চিরশান্তির দ্বার ডাকিছে বারবার অভাগা রে।
পড়িবে মনে যবে এই ভবে পাবিনে আর।
তোদের ডাক ওপারেই থাক বন্ধ আজি মোর দুয়ার।
কাঁদিসনে তোরা, লক্ষ্মীছাড়া ফিরিবে না আর।
একমুঠো ভাত, পেতেছি হাত দিসনে তোরা মোরে।
কত লাথি দিবারাতি দিছিস বেঁধে ধরে।
তবে কেন আজ
ধরে সাধুর সাজ
ডাকিস কেন এসে সভ্য বেশে তুই মোর দ্বারে।
ঘুমাতে দে ভাই লাগে দোহাই ধরি তোর পায়ে।
মরলে দু'মুঠো মাটি দিস ভাই তোরা মোর গায়ে।