গোধূলি লগ্ন ভালো লাগে না এমন মানুষ মনে হয় খুব কম খুঁজে পাওয়া যাবে। নদীর বুকে সূর্যাস্ত,সাগরের বুকে সূর্যাস্ত কিংবা কোন এক রোদেলা দিনে তেপান্তরের মাঠ পেরিয়ে যে সূর্যাস্ত ...... এমন গোধূলি লগ্ন কম বেশি সবার মনে আঁচড় কাটে। আমার এবারের পর্ব সেই গোধূলি লগ্ন নিয়েই...... কখনো মুঠোফোনে কিংবা কখনো ক্যামেরা দিয়ে খেয়ালির বশে তোলা ছবিগুলোই আজ সবার শেয়ার করতে চলে এলাম।
১। ইট কাঠের শহরে সূর্যাস্ত।
২। আরও একটি।
৩। এক মহাসড়কের পাশ থেকে তুলেছিলাম ছবিটি।
৪। আমার জানালা দিয়ে সূর্যাস্ত।
৫। গ্রিন রোডে বন্ধুর বাসার ছাদ থেকে তোলা......
৬। আরও একটি ভিন্ন ছাদ থেকে তোলা...
৭। সেতুটি চিনতে কারো অসুবিধা হবার কথা নয় নিশ্চয়ই .........
৮। দিনের শেষে তেপান্তরের মাঠ।
৯। নদীর বুকে সূর্যাস্ত।
১০। পড়ন্ত বেলায় সমদ্রের বুকে............
[ বিঃ দ্রঃ - আমি কোন ফটোগ্রাফার নই, ব্লগের এতো এতো ভালো ফটোগ্রাফারদের মাঝে তারপরেও একটু দুঃসাহস দেখালাম আর কি ]