
ফটোগ্রাফি নিয়ে কম বেশি শখ কার না থাকে,আমিও এর ব্যতিক্রম নই। ছোটবেলা থেকেই একধরনের আগ্রহ কাজ করত ফটোগ্রাফি নিয়ে কিন্তু সেই আগ্রহ পড়াশোনা কিংবা আনুষঙ্গিক কারণ বশত পূর্ণতা পায় নি।এই অপূর্ণতার মাঝেই ক্যামেরা সহ মোবাইল অনেকটা আশীর্বাদ হয়ে এসেছিল আমার জন্য। টুকটাক ছবি তুলে নিজেকে ফটোগ্রাফার হিসেবে জাহির করার চেষ্টা তখন থেকেই......... তাই আজ হঠাৎ করে খেয়ালিপনার বশে তোলা ছবিগুলো নিয়েই একটি ছবি ব্লগ পোস্ট করতে মন চাইল......... বলা বাহুল্য,এই ছবিগুলো বিগত কয়েক বছরে কখনো মুঠোফোন কিংবা কখনো ডিজিটাল ক্যামেরা কিংবা কখনো বন্ধুর শখের SLR থেকে তোলা............

শীতের সকাল।

কুয়াশা ঘেরা রাস্তায় এক বৃদ্ধের পথ চলা।

আমাদের ছোট শহর তলির একটি রাস্তা......

ধানক্ষেত ...

ধানের শীষ,কেউ মাইন্ড কইরেন না প্লীজ, আমি নিরীহ মানুষ,রাজনীতি থেকে অনেক দূরে।

ছায়াময় ধানক্ষেত।

ধানক্ষেতের মাঝে রাস্তা গিয়ে মিশে গিয়েছিল......

দুই টি তাল গাছকে এভাবেই রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম।

রেল লাইন।

আমার বাসার উপর থেকে তোলা ধানক্ষেতের ছবি।

আমার বাসার উপর থেকে তোলা পাখিদের আনা গোনার দৃশ্য।

বাসার ছাদ থেকে তোলা ডাকাতিয়া নদীর একাংশ। এখানে একটি কথা না বললেই নয় যে, আমাদের ডাকাতিয়া নদী কিন্তু অনেক সুন্দর।বিশেষ করে বর্ষাকালে ডাকাতিয়া যেন সরূপে আবির্ভূত হয়।দূর দুরান্ত থেকে মানুষ ছুটে আসে ডাকাতিয়ার বুকে নৌকা ভ্রমণ করার জন্য।

দই বড়া ।

অপেক্ষা।

নদীর নাই কোন কূল ......

সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে......

জেলেদের নৌকা......

ইনানি বিচের পাথর......

ইনানি বিচে যাওয়ার পথের বেইলি ব্রিজ।

কাশফুল।

আবারো একগুচ্ছ কাশফুল......

আবারও নদী।

বৃষ্টির দিনে ডাকাতিয়ার একাংশ......

জলাধার।

জেলেদের মাছ ধরা।

জালে ধরা পড়া তাজা মাছ.........

সূর্যাস্ত .........

নদীর বুকে সূর্যাস্ত ।

নতুন প্রজন্ম ।
( চলবে )
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৯