এই ছবিটি ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় তোলা, এই ইহুদী পরিবারটিকে ডেথ ট্রেন নামের একটি যুদ্ধকালীন ক্যাম্প থেকে উদ্ধার করা হয়।
নাৎসি বাহিনী দখল করে নিয়েছে প্যারিস,অজানা আশংকায় এক ফ্রেঞ্চ নাগরিকের এই চোখের জল কোন বাধা মানছে না।
এই ছবিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তোলা,একজন জার্মান কয়েদীকে সোভিয়েত ইউনিয়ন মুক্ত করার পর তার কন্যার সাথে প্রথম সাক্ষাতের মুহূর্ত।
অক্টোবর ১,১৯৪০ সালে তোলা এই ছবিটি বিখ্যাত "Wait For Me Daddy," নামে। একদল সৈন্য মার্চ করে বিদায় নিচ্ছে এবং এগিয়ে যাচ্ছে তাদেরকে বহনের উদ্দেশএ আসা ট্রেনের দিকে।এমন সময় এই ৫ বছর বয়সী শিশুটি মায়ের হাত থেকে নিজেকে মুক্ত করে "Wait For Me Daddy, বলে চিৎকার করে বাবার দিকে দৌড়ে যায়।
অক্টোবর ২১,১৯৬৭ সালে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে শান্তিকামী Jane Rose Kasmir পেন্টাগনের সামনে সৈন্যদের বন্দুকের বেয়োনেটে ফুল গুঁজে দিচ্ছে। ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে তিনি এমনটি করেছিলেন,পরে তার এই প্রতিবাদটি ''FLOWER POWER MOVEMENT'' হিসেবে স্বীকৃতি পায়।
জন এফ কেনেডি জুনিয়র,বাবার শেষকৃত্য অনুষ্ঠানে বাবার কফিনকে স্যালুট করছেন।
কেনেডির সহধর্মিণী জেকেলিন কেনেডির গোলাপি রঙের পোশাকের জন্য এই ছবিটি ইতিহাসে জায়গা করে নিয়েছে। কেনেডির মৃত্যুর পর Lyndon Johnson এর শপথ অনুষ্ঠানে তিনি এই পোশাকটি পরে আসেন যে পোশাকে কিনা তার স্বামীর রক্ত লেগে ছিল। প্রসঙ্গত, জন এফ কেনেডি ডালাসে ১৯৬৩ সালের নভেম্বেরের ২২ তারিখে আততায়ীর হাতে খুন হন।
১৯৬৮ সালের অলিম্পিকের বিখ্যাত ''ব্ল্যাক পাওয়ার স্যালুট'',ছবিতে দেখা যাচ্ছে Tommie Smith এবং John Carlos দুই আফ্রো-আমেরিকান অ্যাথলেট হাত উঁচু করে যেন বর্ণবাদ বিহীন পৃথিবীর আহবান জানাচ্ছে। আরেক অ্যাথলেট অস্ট্রেলিয়ান Peter Norman,মঞ্চে উঠেছিলেন মানবাধিকার সম্পর্কিত ব্যাজ পরে।বলা বাহুল্য, Tommie Smith এবং John Carlos কে এর ফলশ্রুতিতে গেমস থেকে বহিষ্কার করা হয়। Tommie Smith তার জীবনীতে বলেছিলেন এটা কালোদের ক্ষমতায়নের কোন পদক্ষেপ ছিল না,বরং এটা ছিল মানবাধিকার নিশ্চিতের একটি আহবান।
বর্ণবাদ বলে পৃথিবীতে কিছু নেই,এই ছবিটি তারই নামান্তর। ১৯৭০ সালের বিশ্বকাপে ম্যাচ শেষে ফুটবলের কালো মানিক খ্যাত পেলে ব্রিটিশ অধিনায়ক বব মুরের সাথে আলিঙ্গন করছেন ।
এটি বিখ্যাত ট্যাঙ্ক ম্যান এর ছবি। জুন ৫,১৯৮৯ সালে বেইজিঙের তিয়ান্মান স্কোয়ার,চাইনিজ মিলিটারি যখন জোর করে বিদ্রোহীদের উপর অত্যাচার করে আন্দোলনচ্যুত করতে ব্যাস্ত তখন ট্যাঙ্ক ম্যান একাই ৫৯টি ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদ জানান।
৯/১১ এর ১০ বছর পূর্তি হল,৯/১১ তে সন্তান হারানো এক পিতার আর্তনাদ এখনও বাতাস ভারি করে তোলে।
কায়রোতে ২০১১ সালের বিক্ষোভের সময় একজন ইহুদী একজন মুসলমানকে রক্ষা করছেন।
৫ বছর বয়সী এই শিশুটি ১০৫ বছরের এক বৃদ্ধার হাত ধরে এগিয়ে চলছে।এদের দু জনকেই NEW ORLEANS এর দুর্যোগকেন্দ্র থেকে উদ্ধার করা হয়।
জাপানে সুনামিতে পারমাণবিক চুল্লিতে অগ্নিকান্ডের ফলশ্রুতিতে পুরো জাপানে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা।এই ছবিতে দেখা যাচ্ছে, নিহন্মাস্তু প্রদেশে একটি মেয়ে তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়েও গ্লাসের ভেতর দিয়ে নিজের কুকুরকে আদর করার চেষ্টা করছে।
১৯৫৩ সালের যুদ্ধের পর দুই কোরিয়া আলাদা হয়ে যায়,যুদ্ধের প্রায় ৫৭ বছর পর ৪৩৬ জন দক্ষিণ কোরীয় নাগরিককে তাদের উত্তর কোরীয় ৯৭ জন আত্মীয়ের সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হয়। পুনর্মিলনের পর বিদায় বেলায় এমন দৃশের অবতারণা হয়েছিলো ।
লিয়াও নামের এই কুকুরটি মনিব মরে যাবার পর ২দিন ধরে মুনিবের কবরের পাশে বসে ছিল,ছবিটি জানুয়ারী ১৫,২০১১ তে রিও ডি জেনেরিও থেকে তোলা।
ইরাকে কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন Marc Golczynski,আর মাত্র কয়েক সপ্তাহ পরেই তার দেশে ফেরার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য...পিতার শেষকৃত্য অনুষ্ঠানে ৮ বছর বয়সী Christian Golczynski র হাতে পতাকা তুলে দেওয়া হচ্ছে।
টর্নেডোতে ঘর বাড়ি,গাছ-পালা সব ধ্বংস হয়ে গেছে,বেঁচে থাকার আনন্দে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে আছে এক মা।
ইরাকে ৭মাস পেশাগত দায়িত্ব পালনের পর দেশে ফিরে সন্তানকে কাছে পেয়ে মায়ের অশ্রু যেন কোন বাধা মানবে না।
পার্ল হারবারের হামলার পরও বেঁচে থাকা Houston James আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেছেন Mark Graunke Jr কে,যিনি কিনা ২০০৪ এর জুলাই মাসে বোমা নিস্ক্রিয় করতে গিয়ে একটি হাত,পা এবং চোখ হারিয়েছেন।
সুনামি বিধ্বস্ত জাপানে ৪দিন নিখোঁজ থাকার পর সন্ধান মিলে এই ৪ মাস বয়সী শিশুটির।
ট্রেনের জন্য অপেক্ষা করতে গিয়ে এই বৃদ্ধের মৃত্যু হয় তাই ধর্মযাজক আপন ভূমিকায় অবতীর্ণ।
অস্ট্রেলিয়ায় দাবানল থেকে এই পশুটিকে উদ্ধার করার পর পানি খাইয়ে এর প্রান রক্ষা করছেন একজন অগ্নিনির্বাপক কর্মী।
ম্যানহাটন সিটিতে বিশ্বের প্রথম সমকামী বিয়ের পর ৭৬ বয়সী Phyllis Siegel এবং ৮৪ বছর বয়সী Connie Kopelov একে অপরকে আনন্দে জড়িয়ে ধরে আছেন।
দশকের পর দশক ধরে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে দক্ষিণ সুদান স্বাধীনতা পেল,দক্ষিণ সুদানের স্বাধীনতা ঘোষণার দিন দক্ষিণ সুদানের এক সৈন্যর চোখ যেন সেই ইতিহাসকেই ধারন করেছে।
১৯৬৮ সালের অ্যাপোলো ৮ মিশনে নভোচারী উইলিয়াম আন্দ্রেস পৃথিবীর এই ছবিটি তুলেছিলেন,বিখ্যাত এই ছবিটিকে ''EARTHRISE'' নামেও ডাকা হয়।