প্রথম আলো ও গ্রামীনফোন
আয়োজিত "আই-জেন" জেলা
ভিত্তিক চূড়ান্ত প্রতিযোগিতার কুষ্টিয়া জেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে
যাচ্ছে এই মাসের ৩০ জুন সকাল ৮
টায় ।
ভেন্যুঃ আলো কমিউনিটি সেন্টার , রাজারহাট , কুষ্টিয়া ।
ইতিপূর্বে "কুষ্টিয়া পৌর টাউন হল"
কে ভেন্যু হিসাবে নির্ধারন করা হয়েছিল । কিন্তু অতি দুঃখের বিষয় ,
প্রতিকূল আবহাওয়ার কারনে উক্ত
ভেন্যু অনুষ্ঠান করার অনুপযোগী
হয়ে পড়ায় ভেন্যু পরিবর্তন করা হয়েছে । আই-জেন প্রতিযোগী ১৬ টি
বিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থীকে
মোবাইল ফোনে জানানো হয়েছিল
কিন্তু স্থান পরিবর্তন হওয়ার বিষয়টি
পুনরায় জানিয়ে দেওয়া হবে । তবে যারা ফেসবুক থেকে এই নিউজটি
দেখছেন , তাদের যদি কোনো ছোট ভাই বোন কিংবা পরিচিত কেউ থেকে থাকে যারা প্রতিযোগীতায় নির্বাচিত হয়েছিল অনুগ্রহ করে আপনারা তাদেরকে জানিয়ে দিবেন ।
>এই প্রতিযোগিতায় সুযোগ পাওয়া ১৬
টি বিদ্যালয়ের নাম হলঃ
০১. আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ।
০২. আমলা সদরপুর মাধ্যমিক
বিদ্যালয় ।
০৩. বর্ডার গার্ড পাবলিক
স্কুল এন্ড কলেজ ।
০৪. দিনমনি
মাধ্যমিক বিদ্যালয় ।
০৫. জি. কে.
মাধ্যমিক বিদ্যালয় ।
০৬. হাসান
ফয়েজ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ।
০৭. জাহানারা মাধ্যমিক বালিকা
বিদ্যালয় ।
০৮. কুমারখালী পাইলট
মাধ্যমিক বালিকা বিদ্যালয় ।
০৯. কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় ।
১০. কুমারখালী এম. এন. পাইলট
মাধ্যমিক বিদ্যালয় ।
১১. কুষ্টিয়া সরকারি বালিক উচ্চ বিদ্যালয় ।
১২. কুষ্টিয়া ইউনাইটেড হাই স্কুল ।
১৩. কুষ্টিয়া
জিলা স্কুল ।
১৪. মিলপাড়া মাধ্যমিক
বালিক বিদ্যালয় ।
১৫. পুলিশ লাইনস
স্কুল এন্ড কলেজ ।
১৬. প্রতীতি মাধ্যমিক বিদ্যালয় ।
অনুগ্রহ করে
উল্লেখিত বিদ্যালয় সমূহকে এবং
শিক্ষার্থীদেরকে জানিয়ে দিতে পারলে খুশি হব ।
ধন্যবাদ ।
#Igen
#ProthomAlo
#Grameenphone
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:১১