বাবা ভালো না । বাবা আমাকে একটুও স্বাধীনতা দেয় না । যখন তখন টাকা চাইলে টাকা দেয় না । বাইরে ঘুরতে গেলে শুধু বার বার জিজ্ঞেস করে 'কোথায় যাচ্ছিস , আসতে কয়টা বাজবে ?' বাবা শুধু বকা দেয় । বাবা আমার সবকিছুতেই খবরদারি করে । কেন করবে ? আমি বড় হয়েছি না ? আমি কি আমার মত চলতে পারি না ? বাবার চেয়ে মা ই ভালো । মা কিছু টের পায় না । টাকা চাইলে টাকা দেয় । বাইরে রাত কাটাতে চাইলে বাবা অনুমতি দেয় না । অমুকের বাবা কত ভালো , কত কিছু করে । আমার বাবা ভালো না । একটু ও ভালো না ।
.
.
একটু বড় হয়ে যাওয়ার পর পর ই আমাদের প্রায় অনেকেরই ধীরে ধীরে এমন ধারনা জন্মাতে থাকে । এই ধারনাকে সুযোগ দিলে আরো বাড়তে থাকে । কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমরা , এই খেঁটে খাওয়া মানুষটা যে কিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের জন্য । আমরা যেন ভালো থাকতে পারি , খারাপ থাকার মাঝেও যেন একটু খানি ভালো থাকতে পারি তার জন্য চেষ্টা করে যায় দিন রাত । তিনি আর কেও নন । তিনি আমাদের বাবা । পৃথিবীতে মানুষ বিভিন্ন রকমের হয় , তবে বাবা কিন্তু একরকমই ।
বাবা না থাকলে আমাদের এই রঙিন দুনিয়াতে আসা হত না ।
.
.
বাবা আমাকে স্বাধীনতা দেয় না , কারন অপরিপক্ক বয়সে অবাধ স্বাধীনতার পরিণতি সম্পর্কে বাবা অবহিত । তিনি জানেন কতটুকু স্বাধীনতা দিতে হবে ।
যখন তখন টাকা চাইলেই বাবা দিতে চান না । ইচ্ছে করেই এমনটা করেন । কারন তিনি বুঝতে দিতে চান টাকার গুরুত্ব কতটুকু । যেটা এই বয়সে আমরা কেউ ই বুঝি না । তবে কখনও কি জানার চেষ্টা করেছি যে , গোপনে বাবা মায়ের কাছে কিছু টাকা রেখে যায় কারন জানে বাবার কাছে না পেয়ে মায়ের কাছে চাইতে যাবে তার সন্তান ! বাবা বাইরে ঘুরতে দেয় না , বেশি রাত করে বাসার বাইরে থাকতে দেয় না । কিন্তু কখনও কি জানার চেষ্টা করেছি , আমরা রাতে দেরি করে বাসার বাইরে থাকলে বাবা গম্ভীর মুখে ঘরে পাঁয়চারি করে বেড়ায় কেন ? কেন বাড়ি ফেরা না পর্যন্ত বাবা ঘুমাতে যান না ?
.
.
আমরা শুধু বাবার বাইরের শক্ত অংশটাই দেখেছি । কিন্তু ভেতরের নরম মায়ামাখা অংশ টা দেখার চেষ্টা করি নি । বাবা যতক্ষণ আছে আমরা বাবার অবদান , গুরুত্ব কিছুই টের পাই না । সেই মানুষটিকে যেয়ে জিজ্ঞেস করুন যে কেমন আছেন , যার বাবা নেই ।
সবাইকে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ।
যাদের বাবা নেই তাদের জন্য রইল পৃথিবীর সকল বাবার দোয়া ও ভালোবাসা ।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৫