এটা আমার স্ট্যাটাস না । আমার এক বন্ধুর স্ট্যাটাস । শেয়ার না করে পারলাম না ।
আমিঃ ভাই খেলা দেখছেন ?
ভাইঃ হ দেখলাম ভিলিয়ার্স
আফ্রিদির রেকর্ড ভাঙল
আমিঃআফ্রিদির
রেকর্ডতো কোরি এন্ডারসনই
ভাংছে ১ বছর আগে !
ভাইঃ ওইটা ২৬ অভার ম্যাচ
ঐটা রেকর্ড হয়নাই ! অনেকটা টি-
টুয়েন্টির মত !
আমিঃকিন্তু আইসিসির অফিশিয়াল
পেজে যে গত এক বছর
ধরে রেকর্ডটা কোরির ছিল !
আরে ধুর আইসিসি কইলেই হইব
নাকি? কোরিরে কয়জন চেনে ?
আমিঃওকে ভাই মানলাম
তাইলে ভিলিয়ার্সের রেকর্ড কেমন
লাগল ?
ভাইঃ আফ্রিদি করছে ১৭ বছর
বয়সে ভিলিয়ার্সতো বুইড়া বেটা!
কেউ যদি ঐরকম কম
বয়সে করতে পারত তাইলে বুঝতাম !
আমিঃও আচ্ছা তাই ? বুঝলাম
ভিলিয়ার্স আফ্রিদির
থেকে বেশি বয়সে করছে বাট
করছে তো ? একটুও ক্রেডিট দেবেন
না ?
ভাইঃ পিচটা ব্যাটিং পিচ ! আর সবাই
টি-টুয়েন্টি খেলে এখন ! আগে টি-
টুয়েন্টি থাকলে আফ্রিদি আরো কম
বলে সেঞ্চুরি করত !
আমিঃআরে ভাই আফ্রিদির
কথা জিগাই নাই ভিলিয়ার্সের
কথা জিগাইছি !
ভাইঃ ভিলিয়ার্স ভাল খেলছে ৩১
বলে সেঞ্চুরি করছে ! তবে যাই বলিস
এই রেকর্ড ও বেশিদিন টিকবে না !
কোরি ৩৬ বলে ১০০ করছিলকয়দিন
টিকছে? ভিলিয়ার্স ৩১ বলে করছে !
আরেকজন ২৫ বলে করবে !
দেখি ভিলিয়ার্সের রেকর্ড কয়দিন
টেকে !
আমিঃতাই ?
তাইলে কোরিরটা সেঞ্চুরি হইছে মানছেন
নাকি মুখ ফসকে বের হয়ে গেছে ?
ভাইঃ আসলে এখনকার দিনে কম
বলে সেঞ্চুরি ব্যাপার না আফ্রিদির
রেকর্ড ৯৬ সালে হইছিল আর ১৭
বছর রাজত্ত করছে আর
কোরিরটা কয়দিন করছে ?
ভিলিয়ার্সেরটা ও বেশিদিন টিকবে না !
আমিঃ তার মানে আপনার মতে কম
বয়সে করছে আফ্রিদির সেঞ্চুরিটাই
বেস্ট ? বাকি যারা করছে তাদের
গুলা প্লাস্টিক সেঞ্চুরি ?
ভাইঃ শুনলাম ভাইবার নাকি বন্ধ
কইরা দিছে জানিস নাকি কিছু ?
জাতির বিবেকের কাছে প্রশ্ন এদের
সাথে ক্যামনে পারা সম্ভব ?
কার্টেসিঃ সুহাস ।