বিবিসি বাংলার আজকের সন্ধ্যের অধিবেশন 'প্রবাহ'তে সাংবাদিক মিজানুর রহমান খান আমাদের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম মহোদয়ের সাক্ষাৎকার নিয়েছেন। জামায়াতের শীর্ষ তিন নেতাকে গ্রেফতারের পর তাদের নামে নতুন মামলা দায়ের এবং তাদের গ্রেপ্তারের প্রতিবাদকারীদের গ্রেপ্তারের ব্যাপারে কথা বলেছেন কামরুল ইসলাম।
সাক্ষাৎকারের শেষ পর্যায়ে মিজানুর রহমান খান আইন প্রতিমন্ত্রীর কাছ থেকে জানতে চান, কেন জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে? জবাবে কামরুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা বিনষ্ট করা এবং জনগণের জানমালের প্রতি হুমকি হওয়ার কারণে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
এখন প্রশ্ন হলো, জামায়াত-শিবির কর্মীরা জনগণের জানমালের প্রতি হুমকি হলে ছাত্রলীগের নেতাকর্মীরা কি জনগণের জানমালের রক্ষক? এই সরকার আগমনের পর থেকে ছাত্রলীগ কী পরিমাণ তাণ্ডব সৃষ্টি করেছে, তা বলাবাহুল্য। সেই ছাত্রলীগের কাউকে তো এখন পর্যন্ত গ্রেপ্তার করতে দেখলাম না!
কদিন আগে আ'লীগের সাধারণ সম্পাদক আশরাফ সাহেব ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের জন্যে আ'লীগ দায়ী নয় বলে জানিয়েছেন। ছাত্রলীগের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বলেও তিনি ঘোষণা করেন
যে দল আ'লীগের কোনো অঙ্গ কিংবা সহযোগী সংগঠন নয়, তার নেতাকর্মীদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গ্রেপ্তার করা হয় না কেন?