Website Address: http://www.immigrationandsettlement.org/
ইমিগ্রেশন টু কানাডা: শুরুর কথা
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ১ম পর্ব
গত পর্বের আলোচনা থেকে যারা FSW গ্রীডে IELTS থেকে কত পয়েন্ট পাওয়া যেতে পারে তার ক্যালকুলেশন করা শিখেছেন, তারা নিশ্চয়ই বাকি ৫ টি ফ্যাক্টরের পয়েন্ট ক্যাল্কুলেশনের অপেক্ষায় আছেন। চলুন শুরু করা যাক ২য় ফ্যাক্টর বা "আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা" বিষয়ক আলোচনা।
শিক্ষাগত যোগ্যতার পয়েন্ট গ্রীড:
১. এই সেক্টরে একজন এপ্লিক্যান্ট সর্বোচ্চ ২৫ পয়েন্ট পেতে পারেন, যদি তিনি কানাডিয়ান ডক্টরেট/ Phd বা সমমানের ডিগ্রীধারী হয়ে থাকেন।
২. কানাডিয়ান মাস্টার্স বা তার সমমানের জন্য পাবেন ২৩ পয়েন্ট।
৩. কানাডিয়ান ২ অথবা ততোধিক ডিপ্লোমা (যার অন্তত একটি অন্তত: ৩ বছর মেয়াদী) বা তার সমমানের এর জন্য পাবেন ২২ পয়েন্ট।
৪. কানাডিয়ান ব্যাচেলর ডিগ্রী অথবা ডিপ্লোমা বা তার সমমানের (যা নূন্যতম ৩ বছর মেয়াদী) এর জন্য পাবেন ২১ পয়েন্ট।
৫. কানাডিয়ান ২ বছর মেয়াদী ডিপ্লোমা বা তার সমমানের জন্য পাবেন ১৯ পয়েন্ট।
৬. কানাডিয়ান ১ বছর মেয়াদী ডিপ্লোমা বা তার সমমানের জন্য পাবেন ১৫ পয়েন্ট।
৭. কানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা বা সমমানের জন্য ৫ পাবেন পয়েন্ট।
পাঠক এবার নিশ্চয়ই ভাবছেন যে আপনার বর্তমানে যে একাডেমিক ডিগ্রী আছে তা কি কানাডিয়ান ডিগ্রীর সমমান বলে বিবেচিত হবে?
সত্যিকথা হলো, এর উত্তর "হ্যা" এবং "না" উভয়ই হতে পারে। কেননা আপনার বাংলাদেশি একাডেমিক ডিগ্রী কানাডিয়ান ইমিগ্রেশন অথরিটি সরাসরি গ্রহণ করবেনা। বরং আপনার ডিগ্রীটি ইমিগ্রেশন অথরিটি কর্তৃক রিকগনাইজড ইভালুয়েশন বডি (যেমন: World Education Service বা WES) দ্বারা যেভাবে ইভালুয়েটেড হবে, সেভাবেই গৃহীত হবে। বুঝতেই পারছেন তাহলে, ইভালুয়েশন বডি আপনার "মাস্টার্স ডিগ্রীকে" যদি "ব্যাচেলর ডিগ্রী" হিসেবে ইভালুয়েট করে তাহলে সেটা মেনে নিয়েই আপনাকে আপনার পয়েন্ট ক্যালকুলেট করতে হবে।
এক্ষেত্রে আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আবেদনকারীরা বেশ ভালোই এগিয়ে আছেন। কেননা তাদের মাস্টার্স ডিগ্রী সাধারণত কানাডার মাস্টার্স ডিগ্রীর সমমান হিসেবেই বিবেচিত হয়ে থাকে এবং তারা এ ফ্যাক্টরে নিশ্চিত ভাবে ২৩ পয়েন্ট সিকিউর করতে পারেন। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আবেদনকারীগণ তাদের মাস্টার্সের জন্য পাবেন ২২ পয়েন্ট।
পাঠক যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরনো ছাত্র, তারা খুব বেশি মন খারাপ করবেন না কিন্তু! কেননা কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আবেদনকারীদের অবস্থা কিন্তু আরোও খারাপ। হ্যাঁ, আমাদের দেশেই এমন কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয় আছে যাদের ডিগ্রী ইভালুয়েট করার ব্যাপারে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে কানাডা'র ইভালুয়েশন বডিগুলো। কেননা সেইসব প্রাইভেট ভার্সিটির সার্টিফিকেট বিক্রির ব্যবসা এতই প্রসিদ্ধ যে তার খবর সূদুর কানাডায় ও পৌঁছে গিয়েছে। মাঝখান থেকে কিছু নির্দোষ দক্ষ পেশাজীবি ইমিগ্রেশন সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
নিচের ছবিতে দেখুন সেই সকল রিকগনাইজড ইভালুয়েশন বডির নামের তালিকা যারা এডুকেশনাল ক্রেডিন্সিয়াল অ্যাসেসমেন্ট (ECA) করে থাকে।
এবার আলোচনা করা যাক ৩য় ফ্যাক্টর বা "আবেদনকারীর কাজের অভিজ্ঞতা"
কাজের অভিজ্ঞতার পয়েন্ট গ্রীড:
১. এ ফ্যাক্টরের সর্বোচ্চ পয়েন্ট ১৫ যেখানে একজন আবেদনকারী ১ বছরের চাকুরীর অভিজ্ঞতার জন্য পাবেন ৯ পয়েন্ট।
২. ২-৩ বছরের চাকুরীর অভিজ্ঞতার জন্য পাবেন ১১ পয়েন্ট।
৩. ৪-৫ বছরের চাকুরীর অভিজ্ঞতার জন্য পাবেন ১৩ পয়েন্ট।
৪. ৬ বছর বা ততোধিক চাকুরীর অভিজ্ঞতার জন্য পাবেন পূর্ণমান বা ১৫ পয়েন্ট।
উল্লেখ্য যে, ব্যাচেলর এর পর থেকেই কর্ম অভিজ্ঞতার বছর কাউন্ট করা হয় এবং ইন্টার্নশিপ বা এ ধরনের অভিজ্ঞতা কর্ম অভিজ্ঞতার বছরের সাথে সংযুক্ত হয় না।
৪র্থ ফ্যাক্টর বা আবেদনকারীর বয়স থেকে প্রাপ্ত পয়েন্ট:
যদিও FSW গ্রীডে ১৮-৩৫ বছর পর্যন্ত যেকোন আবেদনকারী এ ফ্যাক্টরের সর্বোচ্চ পয়েন্ট ১২ পেয়ে থাকেন তবে এক্সপ্রেস এন্ট্রির ১২০০ পয়েন্টের ক্যালকুলেশনে কেবল ২৯ বছর পর্যন্তই এ সুবিধা ভোগ করা যায়। এর পর থেকেই শুরু হয় পয়েন্ট কমে যাওয়ার আতঙ্ক। যাই হোক, এক্সপ্রেস এন্ট্রির ১২০০ পয়েন্ট এর চিন্তা না হয় পরে করা যাবে। আগে সেখানে প্রবেশের জন্য ৬৭ পয়েন্ট সিকিউর করা যাক। নিচে দেখুন আবেদনকারীর বয়স অনুযায়ী তার প্রাপ্ত পয়েন্টের সংখ্যা।
কষতে থাকুন পয়েন্টের হিসাব। বাকি দুই ফ্যাক্টর নিয়ে আসছি খুব দ্রুতই !
আপনার জন্যে শুভকামনা।
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ৩য় পর্ব
লক্ষ্য করুন:
*বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব ব্লগে ও ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
*ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন: Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ রাত ১:৩৬