Website Address: http://www.immigrationandsettlement.org/
ইমিগ্রেশন টু কানাডা: শুরুর কথা
শুরুতেই বলে নেয়া ভালো যে, কানাডা’র ইমিগ্রেশন এর পুরো প্রসেসিং পদ্ধতিটি আমি যেহেতু বিস্তারিত আলোচনা করবো, কাজেই ইমিগ্রেশনের প্রতিটি স্টেপের খুঁটিনাটি আমি আলোচনায় আনবো। যারা ইতিমধ্যে অনেক কিছুই জানেন, তারা হয়তোবা কিছুটা বিরক্ত হবেন এত আলোচনা দেখে। আর যারা জানেননা, তাদের জন্যে এটি হবে সুনির্দিষ্ট একটি গাইডলাইন।
ইমিগ্রেশন নামক অকুল পাথার পাড়ি দেয়ার কথা চিন্তা করলে প্রথমেই যে প্রশ্নটা সবার মনে ঘুরপাক খায়, সেটা হল "আমি কি ইমিগ্রেশনের আবেদন করার জন্য যোগ্য?"
আজকের আলোচনা সেই এলিজিবিলিটি নিয়েই। আশা করি এই সিরিজের প্রথম কয়েকটি পর্বের শেষে আর কোন পাঠককেই কন্সাল্টেন্সি ফার্মে গিয়ে টাকার বিনিময়ে দুই পাতার অ্যাসেসমেন্ট ফর্ম পূরণ করে নিজের যোগ্যতা জানতে হবেনা। নিজের ক্যালকুলেশন নিজেই করে জানতে পারবেন যে আপনার জন্য ইমিগ্রেশনের দ্বার উন্মুক্ত কি না। আমি মনে করি, কারো চটকদার মিথ্যা সান্ত্বনায় টাকা পয়সা আর অমানুষিক শ্রম ব্যয় করার আগেই নিজের এলিজিবিলিটি যাচাই করে সত্য কে মেনে নেয়া ভালো। কারন এতে অন্তত: আপনার হাতে সুযোগ থাকবে নিজের দুর্বলতাগুলো জেনে সেগুলোকে শক্তিতে পরিণত করার।
কাজের কথায় আসি এবার।
কানাডা ইমিগ্রেশনের ৩ টি ইকোনমিক প্রোগ্রাম রয়েছে। সেগুলো হলো:
১. Federal Skilled Worker Program
২. Federal Skilled Trades Program এবং
৩. Canadian Experience Class.
এই ৩টি ইকেনোমিক প্রোগ্রামের সমন্বয়ে ২০১৫ সালে 'এক্সপ্রেস এন্ট্রি' প্রোগ্রাম চালু করা হয়েছে। এই ৩ টি প্রোগ্রামের যে কোন একটি প্রোগ্রামের আওতায় আবেদন করার যোগ্যতা থাকলেই একজন আবেদনকারী এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে মাধ্যমে ইমিগ্র্যান্ট হওয়ার সুযোগ পাবেন (শর্ত সাপেক্ষে)।
মজার ব্যাপার কি জানেন? উপরিউক্ত ২ এবং ৩ নং প্রোগ্রামে বাংলাদেশ থেকে কেউ এলিজিবল হবার সম্ভাবনা খুবই কম। কারণ ২ নং প্রোগ্রাম বা 'স্কিল্ড ট্রেডস' হচ্ছে মুলত ইলেক্ট্রেশিয়ান, কসাই, কুক, হেয়ার-ড্রেসার এই ধরনের পেশাজীবিদের জন্য। দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশের এই দক্ষ শ্রেণীর না আছে ইংরেজি ভাষার জোর আর না আছে একাডেমিক সার্টিফিকেট। অপরদিকে ৩ নং প্রোগ্রাম বা 'কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস' হচ্ছে ওই সকল পেশাজীবিদের জন্য যাদের অলরেডি কানাডায় 'জব এক্সপেরিয়েন্স' আছে। মূলত: কানাডায় স্টুডেন্ট ভিসায় পড়তে যাওয়া মানুষ জন পরবর্তিতে এই প্রোগ্রামের আওতায়ই নিজেদের সেখানে পাকাপাকি ভাবে থাকার ব্যাবস্থা করে থাকেন।
রইল বাকি FSW বা 'Federal Skill Worker Program' যা কিনা সবদিক থেকেই বাংলাদেশি শিক্ষিত (নূন্যতম স্নাতক) ও দক্ষ পেশাজীবিদের কানাডায় মাইগ্রেট হওয়ার জন্য উপোযোগী। উল্লেখ্য যে, আমি নিজেও এই প্রোগ্রামেও অধীনেই বেশ ক'বছর আগে আমার আবেদনপত্র জমা দিয়ে কানাডায় মাইগ্রেট হয়েছিলাম। তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে আবদনের যোগ্যতা আর FSW প্রোগ্রামে আবেদনের যোগ্যতা একই ! পার্থক্য শুধু এতটুকুই যে এখন আর আবেদনকারী সরাসরি FSW প্রোগ্রামের আওতায় আবেদন করতে পারবেনা বরং এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে এগুবেন।
পাঠক এখন নিশ্চই ভাবছেন যে, কি তাহলে সেই কোয়ালিফিকেশনস যা থাকলে একজন আবেদনকারী এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে আবেদনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে?
উত্তর হচ্ছে, আবেদনকারীকে FSW গ্রীডে ১০০ তে নূন্যতম ৬৭ পয়েন্ট পেতে হবে। মনে রাখতে হবে যে এই ৬৭ পয়েন্ট শুধুমাত্র আবদনকারীর আবেদন করার এলিজিবিলিটি প্রকাশ করে। এর সাথে পরবর্তী আর কোন স্টেপের লেনদেন নেই। অর্থাৎ এই ৬৭ পয়েন্ট কারো থাকলে সে এক্সপ্রেস এন্ট্রী প্রোফাইল খুলতে পারবে এবং অংশ গ্রহন করতে পারবে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের ১২০০ পয়েন্টে ড্র তে । সেই ১২০০ পয়েন্টের বিস্তারিত আমরা পরবর্তী পোস্টে ধারাবাহিক ভাবে জানবো। আজকে বিষয়ঃ এন্ট্রি রিকুয়ারমেন্ট হিসেবে কি কি যোগ্যতা থাকলে একজন এপ্লিক্যান্ট FSW গ্রীডে ৬৭ পয়েন্ট সিকিউর করতে পারে।
উপরের প্যারাটি যদি সংক্ষেপে বলতে চাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়:
১. FSW Program এর ১০০ পয়েন্টে যদি কারও স্কোর কমপক্ষে ৬৭ আসে, তাহলে সে কানাডা’র ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল।
২. এই মিনিমাম ৬৭ স্কোর কেউ তুলতে যখন তুলতে পারবে, তখন সে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল খুলতে পারবে।
৩. এক্সপ্রেস এন্ট্রিতে সে তখন ১২০০ পয়েন্ট-এর ড্র -তে খেলতে পারবে।
FSW Program এর ১০০ পয়েন্টকে ৬ টি ফ্যাক্টরের উপরে ভাগ করা হয়েছে। সেই ফ্যাক্টরগুলো হচ্ছেঃ
ভাষা দক্ষতার হিসেব-নিকেষ
এবার তালিকার প্রথম ফ্যাক্টর অর্থাৎ ভাষাগত দক্ষতার হিসেব কষবো। এখানে বেশ কিছু বিষয় বিবেচনা করে পয়েন্ট ক্যাল্কুলেট করতে হয় বলে বিস্তারিত আলোচনার প্রয়োজন। তাই আজকের পর্বে আমি শুধু এ বিষয়টি নিয়েই আলোচনা করবো।
কানাডা'র ইমিগ্রেশনের জন্যে IELTS GT Module মডিউলটি প্রয়োজন, IELTS AC Module প্রযোজ্য নয়। প্রথমেই জানিয়ে রাখি IELTS GT Module এ কোন আবেদনকারী CLB (Canadian Language Benchmark) level 7 এর নিচে পেলে সে আবদনের যোগ্যতা হারাবে। CLB level 7 হচ্ছে IELTS এর সকল ব্যান্ডে (Listening, Reading, Writing and Speaking) ৬ পাওয়ার সমান। অর্থাৎ কোন ব্যান্ডে (Listening/ Reading/ Writing/ Speaking) কেউ ৬ এর নিচে পেলে সে আবেদনের জন্য এলিজিবল হবেনা। এখানে দেখুন IELTS এ কত পেলে তা CLB কোন level এর সমান।
লিঙ্ক: view this link
লিংক থেকে বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি লক্ষ্য করুন:
FSW Program এ প্রতি CLB level এর জন্য পয়েন্ট নির্দিস্ট করে দেয়া হয়েছে যা কিনা লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং মডুলের জন্য আলাদা ভাবে ক্যাল্কুলেট হবে। নিচে দেখুন সেই ক্যাল্কুলেশন ।
অর্থাৎ IELTS এর সকল ব্যান্ডে ৬ বা CLB 7 করে পেলে একজন আবেদনকারী প্রথম ফ্যাক্টরে ২৮ এর মধ্যে ১৬ পাবেন। আবার যদি কোন ব্যান্ডে CLB 8 পান তাহলে ১ পয়েন্ট বেড়ে সেটি দাঁড়াবে ১৭ তে।
একটা রিয়েল টাইম উদাহরণ দিয়ে আর একটু পরিস্কার করছি।
জনাব আমিন IELTS G T Module এ লিসেনিং এ 7.5 (CLB 8), রিডিং এ 7 (CLB 9), স্পিকিং এ 6.5 (CLB 8) আর রাইটিং এ 6 (CLB 7) পেয়ে ওভার অল ব্যান্ড 7 স্কোর করেছেন। তাহলে FSW গ্রীডের ১ম ফ্যাক্টরে তিনি লিসেনিং এর জন্য ৫, রিডিং এর জন্য ৬, স্পিকিং এর জন্য ৫ , রাইটিং এর জন্য ৪ করে মোট ২০ পাবেন ২৮ এর মধ্যে।
এখন অভিবাসন প্রত্যাশী যারা যারা ইতিমধ্যে IELTS এর রেজাল্ট হাতে পেয়ে গেছেন , তারা নিজ নিজ পয়েন্ট ক্যাল্কুলেট করে ফেলুন। পয়েন্ট ক্যালকুলেশনে যদি তারপরেও সমস্যার সম্মুখীন হন, তাহলে নির্দ্বিধায় ব্লগে মন্তব্য করুন অথবা আমাকে ইমেইল করুন অথবা ফেসবুকের পাতায় আপনার সমস্যাটি জানান।
পরবর্তী ৫ টি ফ্যাক্টর নিয়ে আমি আসছি আগামী পর্বে। আশাকরি সাথেই থাকবেন!
আপনার জন্যে শুভকামনা।
লক্ষ্য করুন
*বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব ব্লগে ও ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
*ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এপ্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন: Click This Link
ফেসবুক গ্রুপ: Click This Link
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ২য় পর্ব
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৮ ভোর ৫:৪৯