স্বাধীনতা যুদ্ধে প্রথম কে আমাদের কে স্বীকৃতি দিয়েছিল? অনেকে বলবেন ভারত ৬ই ডিসেম্বর ১৯৭১...কেউ বলবেন ইরাক মুসলিম দেশগুলোর মধ্য থেকে প্রথম স্বীকৃতি দিয়েছিল....কিন্তু অনেকে হয়ত জানেনা বা স্বীকার করতে চাইবেনা প্রথম স্বীকৃতি আসে ইসরায়েলের কাছ থেকে!! এর মধ্যে অনেকে পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্রের গন্ধ খুজে পান,ঘটনা যাই হউক চলুন ইতিহাস একটু নতুন ভাবে জেনে নেই।
৭১ সালের ২৬ এ মার্চের মাত্র ৩৩ দিনের মাথায় ইসরায়েল সর্বপ্রথম স্বীকৃতি দেয়, তারিখটি ছিল ২৮ এ এপ্রিল ১৯৭১।নেপালে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যান স্ট্যাভ বলেন, ঐতিহাসিকভাবে ইসরায়েল বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতার লড়াইকে সমর্থন করেছিল এবং বিশ্বর প্রথম রাষ্ট্র যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ঢাবির লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড নাজমুল আহসান কলিমউল্লাহ এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেন এবং বলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খোন্দকার মোশতাক আহমেদের দৃষ্টিভঙ্গি ছিল রক্ষণশীল তাই সরকারের পক্ষে তিনি তা গ্রহনযোগ্য নয় বলে ইসরায়েলী কতৃপক্ষকে জানিয়ে দেন।
বিভিন্ন দায়ীত্বশীল সুত্র বলেছে, মুক্তিযুদ্ধের সময়ে ইসরায়েলের কাছ থেকে সমরাস্ত্র সুবিধা পাওয়া নিয়েও প্রাথমিক কথা-বার্তা হয়েছিল।
ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যান স্ট্যাভ আরো জানান, ১৯৭২ সালের ৪ঠা ফেব্রুয়ারী ইসরায়েল বাংলাদেশকে ২য় বারের মত আনুষ্ঠানিকভাবে সীকৃতি প্রদান করে, এর কারন ছিল ইসরায়েল বাংলাদেশের জনগনের সংগ্রামের সাথে তাদের মিল খুজে পেয়েছিল। ড কলিমউল্লাহ জানান, আজ পর্যন্ত বাংলাদেশ এ স্বীকৃতির ব্যাপারটি একনলেজ কিংবা রেসিপ্রোকেট করেনি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এখন ক্ষমতায় তাই সময় এসেছে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা।
বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে যথেষ্ঠ আগ্রহী ইসরায়েল।
সুত্র: প্রোব নিউজ ম্যাগাজিনের প্রধান সম্পাদকের লেখার অনুবাদ দেখুন আমাদের সময় পত্রিকা ।