৩ রা জুন কালের কন্ঠে শেখ হাসিনার প্রতি বিড়ল ভালবাসার উদাহরন দেইখ্যা আমি মনে মনে হিসাব মিলাইতে পারতেছিনা, আমার খন্ডের জমিডা কার নামে লেইখ্যা দিমু।আমার বিয়া-বউ-বাচ্চা কাচ্চা হইতে অনেক দিন বাকী।তয় মনে মনে ভাইবা রাখছি জয়,পুতুল অথবা টিউলিপ এর মধ্যে যেকোন একজন কে বাইচা লমু।দেশে আশ্চার্য কিছু না করলে কেউর নজরে আওন যায়না।শেষ বয়েসে যদি এরকম এক খন্ড জমির উছিলায় আমার বউ তখনকার পরধান মন্ত্রীরে একটু দেখবার পারে,তাতেও কম কি?তখন আমার বউও রমিজা খাতুনের মত কইব;
'মাগো, তুমারে একনজর দেখার জন্য অনেক ঘুরছি। তুমি আমার সামনে একটু বসো, তুমারে দুই চোখ ভইরা দেখি।'
আমার চৌক্ষে পানি চইল্যা আইল
পরধান মন্ত্রীও আমার বউকে সান্তনা দিয়া কইব;
'আপনার আর কষ্ট করতে হবে না। আমি আপনার সব কিছু দেখব।'
আহ আর কি লাগে....এক খন্ড জমি....শুধু একখন্ড জমিই পারে এই অসাধ্য কে সাধ্য করতে..(৪ জুন, কালের কন্ঠ)। বিগত কয়েক বছর ও সাম্প্রতিক কর্মকান্ডে সরকারের জনপ্রিয়তা নিন্মমুখী হলেও অবুঝ হাসমত আলীদের দোয়া আর ভালোবাসাই একমাত্র ভরসা।
পত্রপত্রিকার উপর বাকশালী আচরন নিয়া যখন সরকার আবারো দেশ বিদেশের চাপের মুখে তখনি নিলতলি দুর্ঘটনা। ঐ দুর্ঘটনার প্রেক্ষিতে কিছু বিবৃতি আর হাসপাতালে ভিজিট আমরা দেখিতে পারিয়াছি আর উল্লেক্ষ্যে যোগ্য দেখার সৌভাগ্য এই ব্লগারের হয়নাই।
আমরা আমজনতা হা হুতাশ করলেও এই দুর্ঘটনা যে কারো কারো জন্য ট্রাম কার্ড এইটা দেইখ্যাও চৌক্ষে পানি চইল্যা আসে, এ কোন সভ্য দেশে বসবাস করিতেছি? "কারো পৌষ মাষ করো সব্বোনাস"
এই কথাটা বেটা বজ্জাত বদরুদ্দীন উমর অতি সাহিত্যিক বঙ্গিতে বলিয়াছেন;
অতি জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য কিছু না করে গণভবনে একটি ক্ষতিগ্রস্ত পরিবারের মেয়ের বিয়ের আয়োজন করে পরিস্থিতির মোকাবেলা করা যাবে না। আসলে প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে সাহায্য করতে অবশ্যই পারতেন। কিন্তু গণভবনে বিয়ের আয়োজন করার প্রয়োজন কী? এটা আসলে সমস্যার সমাধানের কোনো চেষ্টা না করে তার আসল চরিত্র আড়াল করে নিজের ভাটা পড়তে থাকা ব্যক্তিগত জনপ্রিয়তা রক্ষার চেষ্টা ছাড়া আর কী? এ ধরনের কাজের মাধ্যমে দেশের জনগণের কোনো উপকার তো হবেই না, এমনকি প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা রক্ষা হবে অথবা বৃদ্ধি পাবে_ এমন মনে করারও কোনো কারণ নেই।
ব্লগারদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বিয়ের ইস্যুটা আসছিল সবার আগে জামাতের মাথায়,
এই রুনা-জামিলের বিয়ের খরচ দিতে চায় জামায়াত, কালের কন্ঠ, ৬জুন
তাদের উদ্দেশ্য কি ছিল তা ধারনা করিতে পারিতেছিনা,তবে রাস্তার মত এইখানেও জামাতকে ঠেকাইয়া বিবি হাসিনার ভাটা জনপ্রিয়তায় জোয়ার আনার এই ট্রাম কার্ড কি মিছ করা যায়?