সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবর রহমান – এটা বিবিসি’র মতামত জরিপের ফলাফল। এতে কারো কারো দ্বিমত থাকতে পারে রাজনৈতিক বিশ্বাসের কারণে কিন্তু বাস্তবতা মেনে নেয়াটা ইতিহাসের কারণেই যুক্তিসঙ্গত। বঙ্গবন্ধু আর শেখ মুজিব যেমন সমার্থক তেমনি সর্বশ্রেষ্ঠ বাঙালির মুকুটটি বঙ্গবন্ধু অর্জন করেছেন তাঁর মৃত্যুর প্রায় ৩৫ বছর পর।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল মাত্র ১৪। সম্মুখ সমরে অংশগ্রহণ করতে না পারার গ্লাণী আমাকে এ
খনো কুরে কুরে খায়। তবে সান্তনা আছে যে আমি পশ্চাদ রণাঙ্গণের একজন অনিবন্ধিত রসদ সংরক্ষণকারী ও সরবরাহকারী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। শেখ মুজিবের ১৯৭১ সালের বিখ্যাত সেই ৭ই মার্চের ভাষণই আমাকে উদ্দীপ্ত করে রেখেছিল ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের নয়টি মাস এবং এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে অংশ নেয়ার জন্য। আমি আজো খুঁজে পাই ভবিষ্যতের উদ্দীপনা মৃত শেখ মুজিবের কাছ থেকে।
১৯৭১ সালে পাকিস্তানের কারাগারে বন্দী শেখ মুজিব যেমন সশস্ত্র মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা ছিলেন। তেমনি স্বাধীনতা লাভের কয়েক সপ্তাহের মধ্যে ১৯৭২ সালের জানুয়ারীতে যদি ফেরৎ না আসতেন তাহলে আজকের বাংলাদেশের ইতিহাস আরো ভিন্নরকম হতো। দেশটি পরিণত হতো মধ্যযুগের বার ভূঁইয়াদের মারামারি আর কাটাকাটির বর্বর রাষ্ট্রে। কারণ শেখ মুজিবের অনুপস্থিতিতে কোন মুক্তিযোদ্ধাই অস্ত্র জমা দিচ্ছিল না। একবার ভেবে দেখুন! শেখ মুজিব ফিরে না আসলে স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর সহযোগী ভারতীয় সেনাবাহিনী কবে কিংবা আদৌ ফেরৎ যেত কিনা বুকে হাত রেখে কেউ তা বলতে পারবেনা। অর্থাৎ অরাজকতার চূড়ান্তে পৌঁছার আরেকটি দামামা বেজে উঠার সংকেত দেখা দিচ্ছিল কয়েক সপ্তাহের নেতৃত্বহীন ও লক্ষ্যহীন ব্যবধানেই।
বঙ্গবন্ধু ক্ষণজন্মা বাঙালিদের একজন হলেও তিনি দোষে-গূণে একজন মানুষ ছিলেন। বিশেষ করে সেটা যখন সমাজ-সংস্কৃতি-ভাষা-জাতীয়তা, রাজনীতি ও ইতিহাসের বিবেচনায় আসে। শেখ মুজিব আমাকে যেমন বড় মাপের বাঙালি হতে উদ্দীপ্ত করে তেমনি কুন্ঠিত করে যখন তিনি ব্যর্থ হয়েছেন বর্বর পাকিস্তানী সৈন্যদের করে যেতেন। শেখ মুজিব আমাকে যেমন বড় মাপের রাজনীতিবিদ হতে উদ্দীপ্ত করে তেমনি কুন্ঠিত করে যখন তিনি ব্যর্থ হয়েছেন তাঁর ছেলে শেখ কামালকে অসামাজিক-অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে। শেখ মুজিব আমাকে যেমন বড় মাপের সাংগঠনিক হতে উদ্দীপ্ত করে তেমনি কুন্ঠিত করে যখন তিনি ব্যর্থ হয়েছেন ১৯৭৪ সালে রিলিফের মালামাল ঠিকমত বিতরণ করতে। শেখ মুজিব আমাকে যেমন বড় মাপের স্বাধীন মানুষ হতে উদ্দীপ্ত করে তেমনি কুন্ঠিত করে যখন তিনি ১৯৭৪ সালে একদলীয় বাকশাল সরকার কায়েম করেন। শেখ মুজিব আমাকে যেমন বড় মাপের বিশ্ববাঙালি হতে উদ্দীপ্ত করে তেমনি কুন্ঠিত করে যখন তিনি ব্যর্থ হয়েছেন পূঁজিবাদী সমাজব্যবস্থা আর সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার ভবিষ্যৎ বুঝতে।
জীবিত শেখ মুজিবের চেয়ে মৃত শেখ মুজিব আজকের বাংলাদেশে আরো বেশী শক্তিশালী। কিন্তু শেখ মুজিবের কারণেই যদি সরাসরি কিংবা পরোক্ষভাবে পারিবারিক রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের ঘাঢ়ে জেঁকে বসে তা জাতির জন্য মোটেও মঙ্গলজনক নয় আর বঙ্গবন্ধুও সেটা কখনো চাননি। তেমনি স্বাধীনতাপ্রাপ্তির চার দশক পরেও আমরা যদি শেখ মুজিবেরই উপহার ১৯৭২ সালের অবিকৃত সংবিধানে ফেরৎ যেতে চাই কিংবা ফেরৎ যাই সেটা যেমন হেবে শেখ মুজিবের মুখেই চপেটাঘাৎ তেমনি আমরা এই একবিংশ শতাব্দীতে বসে অগ্রসরের চাকাটি শুধু পেছন দিকেই নিয়ে যেতে চাইব। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে ঘুম পাড়ানীর গান গাইয়ে রাখলেও বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু আমাদেরকে সে শিক্ষা দেননি।
সাবির মজুমদার
সিলিকন ভ্যালী, ক্যালিফোর্নিয়া
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন