
সাধারনত আমরা মোবাইল ফোনের ক্যামেরা বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের ছবি তোলার কাজেই ব্যাবহার করি। এর বাইরেও এই ক্যামেরাকে আমরা অনেক মজার আর জরুরী অনেক কাজে দারুনভাবে লাগাতে পারি। যেমন: দিন-ক্ষণ মনে রাখা,কাগজ-কলমের বিকল্প হিসেবে,স্ক্রিণ ক্যাপচার,কার পার্কিং,সিকিউরিটি পারপাস ইত্যাদির মত কাজে। চলুন দেখি Why Your Mobile Phone Camera is not Just a Camera . . .
Remember Dates : আপনি আপনার গার্লফ্রেন্ড এর সাথে প্রথম ডেট তারিখ ভুলে গেছেন অথবা আপনার সন্তানের প্রথম স্কুলে যাবার দিনটা অথবা আর কোন গুরুত্মপূর্ণ দিন। মনে করে দেখুনতো আপনি সেই বিশেষ দিনে আপনার মোবাইলে কোন ছবি ধারন করেছিলেন কিনা? জাস্ট সেই ছবি বের করুন। অপশনে দেখুন তারিখ সেভ হয়ে আছে।
Security Weapon : ক্ষেত্রবিশেষে খুবই কার্যকরি একটা ব্যবহার হতে পারে এটি। সিএনজি/ট্যাক্সিতে উঠেছেন। লাইসেন্স প্লেট আর সম্ভব হলে ড্রাইভিং ডিটেইলস/লাইসেন্স এর ছবি তুলে ফেলুন যা প্যাসেঞ্জার সিটের আশপাশেই পেতে পারেন। বাড়তি সতর্কতা হিসেবে বউকে বা বন্ধুকে মেইল হিসেবে পাঠিয়ে রাখতে পারেন।
Scan Printed Documents: আমরা অনেকেই জানি স্ক্যানার হিসেবে মোবাইল ফোনের চমৎকার ব্যবহার সম্ভব। এটিকে আরো কার্যকরভাবে আমরা ব্যাবহার করতে পারি Qipit বা ScanR প্রভৃতি ইউটিলিটির মাধ্যমে। মোবাইল ফোনে তোলা নিউজপেপার/ম্যাগাজিন ক্লিপিংস,লাইব্রেরির বই বা দরকারি ডকুমেন্ট্ এর টেক্সট্ উক্ত সফট্ওয়্যার ব্যবহারের মাধ্যমে সহজে extract করে নেয়া যায়।
Computer Screen Capture: উইন্ডোজ কপি করা বা বায়োস সেটিং চেঞ্জ করতে গিয়ে প্রায়শই আমরা নিম্নোক্ত নীল স্ক্রিণে এরর মেসেজ দেখি যাতে পরবর্তি নির্দেশনা থাকে। এই অবস্থায় কি-বোর্ডের প্রিন্ট স্ক্রিন অপশন থেকে স্ক্রিন ক্যাপচার সম্ভব হয় না। এ অবস্থায় মোবাইলের ক্যামেরা কাজে লাগিয়ে বিপদ থেকে সহজে উদ্ধার পেতে পারেন।
Cable Connections : কেসিং,গেমিং কনসোল বা হোম থিয়েটার সিস্টেম এর কেবলগুলো খুলে রাখার আগে পোর্টে কানেকশনের ছবি তুলে রাখতে পারেন যা পরবর্তিতে আবার লাগাতে কাজে লাগবে।
Car Parking : ভারি শপিং ব্যাগ হাতে নিয়ে শপিংমলে গিয়ে বের হয়ে আপনার তো চক্ষু-চড়কগাছ! সাইনবোর্ড না থাকায় অনেক গাড়ির ভিড়ে আপনার গাড়ির exact location হারিয়ে ফেলেছেন।এমন সমস্যা থেকে মুক্তি পেতে গারি পার্ক করার সময় এক্সিট ডোর বা এস্কেলেটর হতে গাড়ির লোকেশনের দু/একটা ছবি তুলে রাখতে পারেন।
Use Mobile Phone as a Web Camera : ইন্টারনেটে অনেক ফ্রি ইউটিলিটি সফট্ওয়্যার পাওয়া যায় যা দিয়ে ব্লু-টুথ বা তারহীন প্রযুক্তি কাজে লাগিয়ে আপনি আপনার মোবাইল ফোনকে ওয়েব ক্যাম হিসেবে কাজে লাগাতে পারবেন।
Replace Paper and Pen: বউ বাজারের একটা লম্বা লিস্ট করেছে। ডায়রি থেকে ছেড়া অথবা মেমোরিকে প্রেশার দেয়ার দরকার কি? জাস্ট ক্লিক।এছাড়া প্রয়োজনীয় তথ্য,নোটিশ,বিজ্ঞাপন ইত্যাদি ফিউচার রেফারেন্সের জন্য মোবাইল ক্যামেরায় স্টোর করে রাখতে পারেন।
Google Maps and Directions : আপনি অপরিচিত কোথাও বেড়াতে যাচ্ছেন। আপনার মোবাইলেও ইন্টারনেট কানেকশন নেই যা দিয়ে পরে প্রয়োজনে গুগল ম্যাপস ব্যাবহার করতে পারছেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটার থেকে গুগল ম্যাপে ঢুকে F11 চেপে ফুলস্ক্রিণ করে মোবাইলে স্ন্যপশট নিয়ে নিন।
Security Weapon: অতিরিক্ত সতর্কতা হিসেবে ট্যাক্সি বা সিএনজিতে কোথাও যাবার সময় লাইসেন্স নাম্বার বা সম্ভব হলে ড্রাইভিং ডিটেইলস (যা ড্রাইভিং সিটের আশপাশেই পাবেন)এর শট নিয়ে রাখুন এবং তা মেইল করে বউ/বন্ধুর কাছে পাঠিয়ে রাখতে পারেন।
আর শেষে আপুদের জন্য একটা বিশেষ টিপস . . ..

As a Mirror: অসমর্থিত সূত্রে/গবেষনায় জানা যায় মেয়েরা নাকি দিনে ২০/৩০ বার আয়নায় নিজের মুখদর্শন করে। তাই আপুদের জন্য এই টিপস খুবই কার্যকরি হতে পারে। আপনি পার্টি আ অন্য কোন প্রোগ্রামে প্রায় পৌছে গেছেন। মোবাইল বের করে নিয়ে নিজের একটা ছবি তুলে নিন। এখন দেখুন আপনার মেকআপ বা হেয়ারস্টাইল ওকে আছে কিনা?
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫২