গভীর রাত বড় আশ্চর্য সময়,
এসময় পাড়ার কুখ্যাত মাস্তান
জোছনার আলোয় ধ্যান-মগ্ন থাকে,
অথচ পাহাড়ের বাকে
সাধু দরবেশ ডুবে যান
পঙ্কিলতার গহবরে।
হাওড়ের কালো জলে
তখন ভেসে ওঠে
সোনার কঁই আর রুপার মাগুড় !
পাড়ার বুড়ো বট তখন বিশ্রাম নেয় অচিনপুরের শিশির নীড়ে !
একটা রাতজাগা গানের পাখি
একা একা কাঁদে এই নিশীথেই,
ভোরের হাসির মুখোশ ঝেড়ে !
মান-অভিমানের পুরনো খেলায়,
সব কিছু পেছনে ফেলে
উচু ডালে বেধে ফেলে
মেলায় কেনা নতুন শাড়িটা।
দুর আঁধারে চলে আশ্চর্য লুকোচুরি,
ফেরারী হয় ঘরকুনো
আহ্লাদী রাজপুত্র
সিংহাসনের শিকল ভেংগে।
গভীর রাত বড় আশ্চর্য সময় !
-----------------------------------
গভীর রাত বড় আশ্চর্য সময় !
ডা. মো. তরিকুল হাসান
-----------------------------------
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৩