সুখের পথ
২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথ কি তবে
শেষ হবেনা পথ?
চলতে চলতে
খুজে পাবার পথ?
হেটে হেটে
হাটতে শেখার পথ?
দুখী দেখে
দুঃখ ভোলার পথ?
অনেকখানি
কষ্ট সয়ে
যায় যদি কেউ
সুখটা পেয়ে
রাখতে ধরে
মনের ঘরে
কত না সে
যত্ন করে ।
সেদিন যদি
নিরবধি
কষ্টে জমে
ক্ষোভের নদী
পথটা তবু
খুজে নেব
সহিংসতার
সঙ্গে যাব ।
খেলব খেলা
সারাবেলা
এক পশলা
হিংস্র খেলা
সব পিছুটান
করব হেলা
ভাসিয়ে দেব
জীবন ভেলা ।
কাব্য কিনে
মন গহীনে
বিকিয়ে দেব
জনে জনে
বি-চলিত
সাধু ভাষা
কাব্য করে
গায়ের চাষা
যৌথখামার
চাষাবাদে
স্বপ্ন বোনে
আশাবাদে
আলতো করে
পিছন ফিরে
দুঃখ তখন
কামড়ে ধরে ।
ভাত শালিকের
ডানায় ডানায়
ভুল পথিকের
আনাগোণায়
সুখটা খুজি
সুখের খোজা
দুঃখ যখন
আমার বোঝা ।
শুভ্রতাকে
খুজে নিয়ে
চলার সাহস
সঙ্গে নিয়ে
পথ হেটে যাই
পথের শেষে
যাই বা না যাই
সুখের দেশে ।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবীজির জন্মের আগে আরবে বেশ কিছু ধর্ম ছিলো।
ধর্ম না বলে কুসংস্কার বলা ভালো। সেই সময় মানুষ রসিকে সাপ মনে করতো। মগজহীন মানুষ দিয়ে ভরা ছিলো আরব। সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০৯ ই মে, ২০২৫ বিকাল ৩:৩৮

ছবিঃনেট
খুব তাড়াহুড়া করে বের হয় তন্দ্রা, আজ স্কুলে যাবে না, কোনো টিউশনি করাবে না, ফোন করে সব student-কে মানা করে দিয়েছে। এগারোটার আগে ওকে এয়ারপোর্ট পৌঁছতে হবে।
নাবিল আসছে,...
...বাকিটুকু পড়ুন
এনসিপি আওয়ামীলীগকে এত ভয় পাচ্ছে কেন?
অলরেডি আওয়ামীলীগের তো কোমর ভেঙ্গে গেছে। তবু রাতদুপুরে এত আন্দোলন কেন? দেশে ১৮/২০ কোটি মানুষ। তারা তো আওয়ামীগকে ভয় পাচ্ছে না। তাহলে এনসিপির এত...
...বাকিটুকু পড়ুনবৃথা হে সাধনা ধীমান.....
বিএনপি মিডিয়া সেল এর সদস্য সচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানী সকল পত্রিকা কতৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ কর্মসূচি শুরু করেছেন- বিএনপির এ উদ্যোগ নিঃসন্দেহে... ...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিককালে একটি আন্তর্জাতিক কমিউনিটিতে যুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ হয়েছে। এই আন্তর্জাতিক কমিউনিটিতে ভারত এবং চীনের জনসংখ্যাগত আনুপাতিক কারণে অংশগ্রহণ বেশি। এই কমিউনিটিতে ভারত, চীন ছাড়াও পাকিস্তান, নেপাল, ইউক্রেন,... ...বাকিটুকু পড়ুন