হারানো সুরের রমা
কলকাতায়
দেওদা মানসিক চিকিৎসালয়
দূরারোগ্য স্মৃতিভ্রম এক যুবক
নাম অলক
অজানার খোজে আধারের মাঝে
নিজেকে দিয়েছি সপে
দিশাহীন আমি পথে পথে ফিরি
বিষের মণ্ত্র জপে ।
ওদিকে ব্যক্তিত্বের তীব্র সংঘাতে
চাকরিটা ছেড়ে হাসপাতালের
তোমার বাড়ি ফেরার ছিল তাড়া
পথমধ্যেই দেখেছিলে সেই
ছেলেটা পাগলপাড়া ।
ডাক্তারী পেশার দায়টুকু বয়ে
তোমাদের সেই পলাশপুরে
সাথে নিয়েছিলে আমায়
ইচ্ছে হলেই পারতে
আমায় ছুড়ে দিতে
নিতান্ত অবহেলায় ।
কাকতাল কিনা
আজো জানিনা
হোক যেভাবেই হোক
তোমার... বাকিটুকু পড়ুন