নোট: M1808
শুরু করার আগে একটা গল্প বলি,
এক প্রেমিক তার প্রেমিকা কে কিছুতেই বুঝাতে পারছে না সে তার প্রেমিকাকে কতটা ভালবাসে। তাই একদিন সে তার প্রেমিকার হাতে একটা চাকু দিয়ে বলল "নাও, এটা দিয়ে আমার বুক চিরে দেখো আমি তোমাকে কতটা ভালবাসি।" নিরাপত্তার খাতিরে সে আগে থেকেই বুকে একটা বুলেটপ্রুফ আবরন রেখে দিয়েছিল। মেয়ে বলে কথা। এমন সময় প্রেমিকা বলে উঠল, "সারাজীবন তো এই বুকেই মাথা রেখে থাকব, তুমি বরং উলটা ঘুরো, পিঠটা চিরে দেখি।" শুনে প্রেমিক তো.....(ঠ্যালা সামলা)
এবার আসল কথায় আসি,
নিরাপদ সড়ক আন্দোলনকারীদের কিছুতেই ফিরাতে না পেরে আমাদের বড়ভাইদের নামিয়ে দেওয়া হলো আমাদের বুঝাতে, সাথে বুলেটপ্রুফ আবরন হিসেবে সব মিডিয়াকে সরিয়ে ফেলা হলো। কিন্তু শেষ অবধি কি হলো? মিডিয়ার কাভারেজ না পেয়ে আন্দোলনকারীরা হয়ে উঠল প্রেমিকার চেয়েও চালাক, বুঝানোর দায়ীত্বে থাকা বড়ভাইদের দায়ীত্বপালন করার দৃশ্যগুলো নিজের মুঠোফোনে ধারন করে পাঠিয়ে দিলো আন্তর্জাতিক মিডিয়ায়! একেকজনই হয়ে উঠল একেকটা জলজ্যান্ত মিডিয়া।
সো, সাধু সাবধান, আমরা চালাক প্রেমিকা৷ আমাদের হাতে চাকু দিয়ে ভালবাসা বিশ্বাস করাতে আসবেন না। বুকে বুলেটপ্রুফ আবরন দিয়ে রাখবেন, আর কখন পেছন দিয়ে চাকু ঢুকিয়ে দিব বুঝতেই পারবেন না।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৬