নিহতদের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি প্রথমেই..
.
কথায় আসি,
আচ্ছা ভাই? আপনার মানসিকতা এত খারাপ ক্যান? মানুষের কান্না আপনার এত প্রিয়?
.
যখন আমার দেশে একটা রেস্টুরেন্ট এ ২৫-৩০জন মানুষ জিম্মি থাকে, যখন মিডিয়া আক্রমণকারীদের জঙ্গি বলে অভিহিত করে, তখন আপনি আমি এই ঘটনাকে তাচ্ছিল্য করে সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গাত্বক লিখা লিখি।
.
জঙ্গি না হোক, তারা আক্রমনকারী,
আমাদের উচিৎ কি এই ঘটনাকে রঙ্গ হিসেবে নেওয়া? কেও বলে নাটক চলছে, কেও বলে সিনেমা চলছে...
.
আরে ভাই!
আপনি আমি বুঝবো না। রেস্টুরেন্ট এর ভেতরে যাদের আত্মীয় আছে তারা বুঝবে। যাদের বাবা-মা-ভাই-বোন-সন্তান আছে তারা বুঝবে...
যারা নিহত হয়েছে তাদের স্বজনরা বুঝবে, হারানোর বেদনা।
.
আর আমরা?
আমাদের বুঝার দরকার কি?
আমরা তো কোন ঘটনা পেলেই তা নিজের জন্য বিনুদন হিসেবে নিই।
আহা কি আনন্দ আকাশে বাতাসে!
.
ছি! থু!!!
আমাদের লজ্জা পাওয়া উচিৎ,
যখন মানুষ মৃত্যুর সাথে লড়ে যায়
তখন আমরা আনন্দে বগল বাজাই...
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:১১