"ধর!
সব কয়ডারে গাড়িতে তুল..
এই বই কয়ডা দে হেতের লগে, নইলে প্রমান পামু কই?"
.
নিজের চোখে দেখা আর নিজের কানে শোনা ঘটনা, চট্টগ্রামের কোন একটা জায়গায় কিছু ছেলেকে এ্যরেস্ট করার সময় এমনই বলছিলেন এক ইন্সপেক্টর। কথাবার্তায় বুঝা যায় মানুষটা চিটাগাং এর না। তবুও কেন জানি তার অবাক দৃষ্টিতে তার দিকে তাকালাম। নাহ, কোন নাটকীয়তা নাই। একেবারেই সিরিয়াসলি বলছেন কথাগুলো।
রাস্তার প্রায় জনা বিশেক পথচারীর সামনে নির্দোষ ছেলে তিনটা কে এ্যরেস্ট করছেন। আর নিজে কিছু বই ধরিয়ে দিয়ে অপরাধী সাজাচ্ছেন। তাদের দোষ? দাড়ি ছিল মুখে।
.
ঘটনা টা জরুরী অবস্থা চলাকালীন।
আরেকটা ঘটনা মনে পড়ল, কক্সবাজার মডেল থানায় গেলাম এক বড় ভাইয়ের সাথে এক নির্দোষ ছেলেকে আটকে রেখে আমাদের চোখেরর সামনেই তার বৃদ্ধ বাবার কাছ থেকে নগদ ২৫হাজার টাকা নিয়েই তবে ছাড়ল....
.
.
এত ঘটনা কেন বলছি জানেন? গতি দুইদিনের সাড়াশি অভিযানে আটক হওয়া ২০০০এর অধিক মানুষের কথা বারবার চিন্তায় আসছিল। কি দোষ করেছিল সেই চিটাগাং এর ছেলে তিনটি? কি দোষ করেছিল কক্সবাজারের সেই বৃদ্ধ বাবা????
.
তবে পুলিশ মানেই কি ঘুষ আর মিথ্যাচার???
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৫