সময় থাকলে একটা চায়ের অর্ডার দিয়ে বসুন......
প্রসঙ্গ:পুলিশ এবং আমরা।
প্রথমত মিতু আন্টির আত্তার মাগফিরাত কামনা করি।এবং এর সুষ্ঠু বিচার প্রত্যাশা করি।
প্রতিবারের মত এবার কিন্তু বলব না যে বিচার পাব না।
অবশ্যই বিচার পাব,বিচার হবে,
কেননা তিনি একজন উর্ধবতন কর্মকর্তার সহধর্মিণী ছিলেন।
আচ্ছা পরের কথায় আসি...
আপনি জানেন..
বাংলাদেশে কত সন্ত্রাসী আছে?
জানেন না......?
কি বলেন??
টিভিটা খুলে নিউজটা একটু দেখুন।
২৪ ঘন্টায় ৩১৯২ জনকে গ্রেফতার করেছে।
সাবাশ........
তাহলে চলেন আমরা এখন শান্তিতে ঘুমায়।
প্লিজ...ঘুমানোর আগে আপনাকে একটা প্রশ্ন করে যাচ্ছি....
আপনি কি বলতে পারে এই ৩১৯২ জনের মধ্যে কতজন অপরাধী / নিরীহ মানুষ আছে??
উফস সরি....এখনো'ত বিচার হয় নি
তাহলে সবাই অপরাধী.....
[একটু চিন্তা করে দেখুন ৩১৯২ টি পরিবারের মধ্যে এখন দুশ্চিন্তা কাজ করছে,কেননা আপনি নিজেই অনুমান করে বলতে পারবেন ৮০% মানুষ ঐখানে নিরীহ।]
পুলিশ...মহৎ পেশা....
কিন্তু আপনারা'ত আজকাল আতংকের নাম।
হয়রানি কি জিনিস...পুলিশি খপ্পরে একবার পড়লে বুঝবেন....
সমস্যা না...বুঝাও লাগবে না।
ওনাদের একটা কমন ব্যাপার আছে না "ম্যানেজ"....
একটু ম্যানেজ করতে পারলেই আপনি খুনি থেকে একজন সাধারণ আমজনতা
ধর্ষক থেকে পবিত্র মনের একজন মানুষ
জুলুমকারি থেকে সাদা মনের মানুষ।
আচ্ছা...
>সাগর_রুনি
>তনু
>চা বিক্রেতা (নাম ভুলে গেছি,পুলিশকে চাঁদা না দেওয়া আগুন দিয়েছিল)
ইত্যাদি আলোচিত খবরগুলোর কি বিচার হয়ে গেছে.......!
এতদিন ঘুমে ছিলাম...
আপনাদের জানা থাকলে একটু বলবেন।
রাস্তা-ঘাটে যারা চাঁদা নেয় তাদের আমরা বলি "মাস্তান"
তাদের পুলিশ ধরে নিয়ে যায়,
তাহলে পুলিশ যে প্রতিনিয়ত রাস্তা ঘাটে চাঁদাবাজি করছে, তাহলে তাদের কে ধরে নিয়ে যাবে....
এই এই চুপ...
এত কিছু বলিস না পুলিশ আবার তোরে ধরে নিয়ে যাবে।
বাজারঘাটা/সুগন্ধা পয়েন্টেরে ঐখানে একজন ট্রাফিক পুলিশ দেখা যায়
ঘন লাল রঙ করা দাঁড়ি।
দেখলে মনে হবে একজন খুবই ধার্মিক একজন মানুষ।
৫-১০ মিনিট তাকে অনুসরণ করুন,প্রমাণ নিজেই পেয়ে যাবেন।
শুনে এসেছি পুলিশ আমাদের রক্ষক, তবে এতটাই আমজনতা শোষিত হচ্ছে তাদের হাতে, পুলিশের ভালো দিকটাও চোখে পড়ে না।
তবে
#শ্রদ্ধা #সম্মান #কৃতজ্ঞ
আমাদের নিরাপত্তার চাদরে ২৪ ঘন্টা রাখতে চেষ্টা করার জন্য।
অসাধু পুলিশের ব্যবহারের জন্য সৎ পুলিশেরও নাম নষ্ট হয়।
পুলিশের নামে গালি দিলে আপনাদের সবারই গায়ে লাগবে,
কেননা আপনাদের পরিচয় "পুলিশ"।
দুঃখিত যদি অতিরিক্ত কিছু বলে থাকি।।
©frmFB
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ রাত ৩:৩৮