আমার শ্যালিকা, গত বছর এইস.এস.সি এত ২ বিষয়ে অকৃতকার্য্য হয়েছিল। এবছর আবার পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পড়ালেখায় একদম মনোযোগ দিতে পারছেনা। উল্লেখ্য, এইস.এস.সি পরীক্ষার মাস ৬ আগে তাকে বিয়ে দেয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে ছাড়াছাড়ি করে আনা হয়েছে। তার পড়ালেখার অবস্থা দেখে আমার মনে হচ্ছে সে এবার পরীক্ষ দিলেও কৃতকার্য্য হতে পারবে না।
এমতাবস্থায় আমি ওকে এইস.এস.সি না দিয়ে কোনো কর্মমূখী শিক্ষার কোর্স করানোর কথা ভাবছিলাম। কোথায়, কি ধরনের কোর্স করালে ভালো হবে একটু পরামর্শ চাচ্ছিলাম। আমার বাসায় কম্পিউটার থাকায় কম্পিউটারের বেসিক কিছু কাজ (গান শোনা, মুভি দেখা, গেম খেলা, ইন্টারনেটে পেপার পড়া, গুগলে সার্স করা) জানে। এখন সে ঢাকাতেই আছে।
সকলের কাছে পরামর্শ চাই। দয়া করে কম্পিউটার রিলেটেড অথবা অন্য যেকোনো পরামর্শ দিয়ে উপকার করার জন্য সামুর ব্লগারদের দ্বারস্থ্য হলাম।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০