পৃথিবীর পথে পা বাড়িয়েই প্রতিটি মানুষ সুন্দর একটি স্বপ্ন রচনা করে। জীবন গতিময় এবং এই গতি স্বভাবতই এক অনন্য গন্তব্যে প্রত্যাশী। গতিকে প্রবহমান রেখে প্রার্থিত গন্তব্যে পৌঁছতে হলে শুরুতেই সুনির্দিষ্টভাবে স্থির করে নিতে হয় জীবনের ১লক্ষ্য, না হয় পদে পদে ব্যাহত হয় জীবনের গতি -আর শেষে নৈরাজ্য পীড়িত ব্যর্থতায় ভরা এক জীবন নিয়ে মধুময় এই ধরণী থেকে বেদনাদায়ক বিদায় নিতে হয় মানুষকে।তাই বুঝি কোনো চিন্তাশীল সজীব মানুষ জীবনের এমন করুন পরিণতির কথা ভাবতেই পারে না। হয়তো সবাই জীবন বিকাশের সুন্দরতম ভাবনায় থাকেন সদাবিভোর। আর এই নিরন্তর বুনে যাওয়া স্বপ্ন ভাবনাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্যে সুনির্দিষ্ট কল্পনাকে সামনে রেখেই শুরু হয় জীবন সাধনা। সকলেই জানে যে,বেঁচে থাকার অবলম্বন স্বপ্ন।স্বপ্ন -আশাই মানুষকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়।অতঃপর জোগায় নতুন দিনের অনুপ্রেরণা।স্বপ্ন না থাকলে মানুষ তলিয়ে যেতো দুঃখের সমুদ্রে। স্বপ্নই মানুষকে চিরজীবন বাঁচিয়ে রাখে।দেয় পথ চলার উপলব্ধি এবং প্রেরণা, সুখ-শান্তি ও সমৃদ্ধির আশ্বাস।মানুষের স্বপ্ন নিয়ে সিগমুন্ডফ্রয়েড মনীষী বলেছেন, ;মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, যদিও ঘুম ভাঙলেইভুলে যায় সে স্বপ্নের কথা। কিন্তু স্বপ্ন তার মনের চিন্তা -ভাবনার প্রতীক। প্রতিটি মানুষের মনের মধ্যেই থাকে বিভিন্ন ইচ্ছা, থাকে কামনা-বাসনা। নানান কারণে সেই কামনা -বাসনা পূর্ণ হয়না। আর এই অপূর্ণ আশা আকাঙ্ক্ষার প্রভাব পড়ে মানুষের স্নায়ুর উপর, ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ে।যাই হোক, চিন্তাশীল সজীব মানুষ হিসেবে আমার ও আছে জীবন বিকাশের এক বর্ণিল স্বপ্ন। সেই স্বপ্নের সফল বা স্তবায়নের অভিপ্রায়ে আমি নিরন্তর স্বপ্নের জাল বুনেছি।আমার সেই স্বপ্ন হলো একজন আদর্শবান লেখক হওয়া।আমি চাই না সক্রেটিস, কিংবা দার্শনিক।আমি চাই আমার গল্প মানুষকে হাসাবে,কাঁদাবে, আমার গল্প পড়ে মানুষ জানবে,বুঝবে,শিখবে, আমার গল্প জীবনের কথা বলবে।আমি তনুর মতো একজন অসহায় নারীর ধর্ষণের পর হত্যার প্রতিবাদ করতে। আমি চাই এ দেশের ষোলো কোটি মানুষের মধ্যে দশকোটি জিন্মি হয়ে থাকা মানুষের অধিকার ফিরিয়ে আনতে।আমি চাই ন্যায়-অন্যায়ের প্রতিবাদ করতে। কিন্তু আমি জানি বিধাতা সেই শক্তি আমাকে দেবে না।আমি স্বপ্ন দেখি আরো কত কিছু হওয়ার। কিন্তু স্বপ্নতো স্বপ্নই,তা কি কখনো বাস্তব হয়? স্বপ্ন স্বপ্নই থেকে যায়।স্বপ্ন শুধু স্বল্পমাএ মস্তিষ্ক বিকার।তবে সবকিছুতে স্বপ্ন দেখা উচিত নয়। কথায় আছে;আকাশ -স্বপ্ন চিরকাল আকাশেই থাকে, মাটিতে নেমে আসে না কখনো।তবে আমরা যতো কিছুই স্বপ্ন দেখি না কেন, সর্বাগ্রে প্রয়োজন মানবিক মূল্যবোধের। এই মূল্যবোধের উন্মেষ এবং কর্ম ব্যতীত মানব জীবনে সকল সুখেরই আয়োজন ব্যর্থ হয়ে যায়।বিপর্যস্ত হয়ে পড়ে মানবিক সংগঠন -পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বব্যবস্হার মূল বুনিয়াদ,ঘুচে যায় মানুষের পঞ্চাতে প্রভেদ।মানুষের মহওম বিকাশ সাধনে তাই মূল্যবোধের জাগরণই প্রথম এবং প্রধান শর্ত। এ সময়ে স্বপ্ন ও কল্পনার যে বীজ বপন করা হয় তাই ভবিষ্যতে ফুলে ফলে বিকশিত হয়ে ওঠে। কিন্তু কেবল স্বপ্ন ও কল্পনার বীজ বপন করলেই হয় না। শ্রম-প্রভেদনিষ্ঠা,সাধনা,অধ্যবসায় ও দৃঢ় একাগ্রতা দিয়ে অনেক লালন, বর্ধন ও বিকশিত করতে হয়। তাই ভবিষ্যৎ জীবনের লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে আমাকেও এখনই জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য নির্বাচন করতে হয়েছে। আমি যদি আমার মেধা ও কলমের শক্তিকে সাধ্যমতে এ কাজে লাগাতে পারি তাহলেই আমি জীবনকে স্বার্থক মনে করব। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, পরিভোগে সুখ নেই, মানবাধিকার ভূমিকাতেই আমি প্রকৃত সুখ খুঁজে পাব। সূর্য উঠেছে দিন শুরু হয়েছে। সূর্য ডুবেছে দিনের শেষ। আবার উঠবে এবং ডুববে প্রকৃতির নিয়মানুযায়ী তবু ও চলবে পথ চলা, আগামী প্রত্যাশার জন্য•••।
ইমেইল [email protected]
ফোন নাম্বার -0097333964876
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:৪৬