আজ বহুজাতিক এক শুয়োরের বাচ্চাকে নতুন করে আবিস্কার করলাম!
সে হলো ইউনিলিভার!
জিনিসপত্রের দামের উর্ধ্বগতি নিয়ে নতুন করে কিছু বলার নাই। সেটা মেনেই নিয়েছি। এছাড়া আর উপায় কী !
আজ এক সুপারস্টোরে গেলাম লাইফবয় হ্যান্ডওয়াশের রিফিলপ্যাক কিনতে । আজ তার একটি প্যাকেট হাতে নিয়ে কেমন যেন শুকনো শুকনো লাগলো। ভালো কথা। ডিজাইনের পরিবর্তন হয়তো !
এর পরের সবেচেয়ে বড় শক্ হলো: প্যাকেটের গায়ে বড় করে লেখা দাম ৫০ টাকা।
আরে! এর চেয়ে মোটাসোটা* প্যাকেটের দাম ছিলো ৩৫ টাকা আর চিকনটার দামই এখন একলাফে ৫০!!
একবারেই ৪৩% মূল্যবৃদ্ধি!
এ যে ইউনিলিভারের মুল্লুক!
সব কিছুর মূল্যবৃদ্ধির যুগে লেখালেখি হলেও এসবের বিরুদ্ধে কখনোই কিছু লেখা হয় না। কারণ তারা যে মাল্টিন্যাশনাল কোম্পানি। নানা দেশের পশ্চাতে বাঁশ দিতে ওস্তাদ! আর তাদের দোসর তৈরি করতেও ওস্তাদ ।
ডাকাতের সেরা ডাকাত এরাই। আর এদের ডাকাতির চারণক্ষেত্র তৈরি করে দিচ্ছে আমাদের সরকার নামধারী বহুজাতিকের গোলাম।
ইউনিলিভার হয়তো ২০ কোটি টাকা দিয়ে সরকারের কিছু গোলামকে কিনে নিয়েছে। কিন্তু দেশের আমজনতার কাছ থেকে তারা সেই অঙ্কটা ২০০ কিংবা
৫০০ ছাড়িয়ে বরং হাজারেই নিয়ে যাবে।
এদের বিরুদ্ধে যার যার অবস্থান আর সামর্থ্যের মধ্যে প্রতিবাদ করা সবারই উচিত।
*বি:দ্র: প্যাকে পণ্যের যে পরিমাণ লেখা থাকে সেটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। আমি নিজেও বেশ ক'বার পরীক্ষা করে দেখেছি, কেমিস্ট্রি ল্যাবের অ্যাপারেটাস দিয়ে!!
এটা ইউনিলিভার সহ কথিত বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ!!
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:১৮