আজ ২১শে নভেম্বর ওয়ার্ল্ড ফিসারি ডে।
ফিসারফ্লক কমুউনিটি সারা বিশ্ব জুড়ে, এই দিনটি ফিসারি ডে হিসেবে পালন করে।
উদ্দেশ্যঃ মাছ মানুষের খাদ্যতালিকায় একটা অন্যতম উপাদান, আর আমরা বাঙ্গালিরা মাছ ছাড়া অচল! এই গ্লোবালাইজেশন এর যুগ এ পরিবেশ দিন দিন এতই খারাপ হচ্ছে যে, তার প্রভাব জলের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলছে। গ্রিনহাউস এফেক্ট সমুদ্রে তেল মেশাসহ হাজারো সমস্যায় দিন দিন নদীনালা, সমুদ্র সব জায়গায় মাছ পাওয়া দুস্কর হয়ে যাচ্ছে। এমনকি আমরা দাদু-ঠাকুমার আমলে এমন কিছু মাছের নাম শুনেছি, যা এখন প্রায় অবলুপ্ত। এই কমুউনিটি বিরল প্রজাতি সহ বর্তমানে যে প্রজাতিগুলো আছে, তাদেরকে রক্ষা করার জন্য জনসচেতনতার মাধ্যমে এই দিনটি পালন করে।
পদক্ষেপঃ
সচেতনতা বৃদ্ধি করা।
নদীনালা পরিস্কার করা।
সমুদ্রের পাড় এ প্লাস্টিক বোতল, নোংরা জিনিসপত্র পরিস্কার করা, ও পরিস্কার রাখার জন্য মানুষকে বোঝানো।
সমুদ্রের উপর তৈলবাহী জাহাজ চলাচলে আরও যাতে সতর্ক থাকে সংস্থাগুলি, সে বিষয়ে রাষ্ট্রসংঘে এবং বিভিন্ন দেসের পরিবেশ রক্ষাকারী সংস্থাগুলিকে জানানো।
সবচেয়ে বড় হল, পরিবেশ রক্ষা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো।
কারন একমাত্র জনসচেতনতা ছাড়া এটা সম্ভব নয়। নয়ত, একদিন আমাদের পরবর্তী জেনারেশন ইলিশ এর ছবি শুধু বই এর পাতায় দেখতে পাবে, বাস্তবে নয়।
সূত্র, ও ছবি।