অনেক দিন-মাস পেরিয়ে কতগুলো বছর চলে গেল।
বছর ঘুরে আবার ফিরে এল সেই দিনটি।
আগামীকাল ২৮ সেপ্টেম্বর,বাবার চিরতরে চলে যাওয়ার দিন।
আজকাল বাবার চেহারা টাও মন-ছবিতে অস্পষ্ট দেখি।
তবুও,বাবা কে ভুলতে পারিনা,সম্ভব নয় কোনোদিন।
সময় অনেক বয়ে গেছে।
আমার ছাপোষা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন।টানাটানির সংসারে ছেলে-মেয়েটাকে ভাল স্কুলে এ পড়ানোর চেষ্টা করেছেন,এক্টু ভাল খাওয়ানোর জন্য হাড়ভাঙ্গা খাটুনি খেটেছেন।
স্বপ্ন দেখতেন,ছেলে-মেয়ে তার মুখ উজ্জল করবে।
এমন স্বপ্ন দেখা,হাসি খুশি মানুষ টা সব কিছু ছেড়ে,ভালবাসা,মমতা আর মায়া কাটিয়ে একদিন কাউকে কিছু না বলে চলে গেলেন জীবনের ওপারে।
তারপর জীবনের সংগ্রাম,সংগ্রামি জীবন।মা-বোন-আমি,আমাদের।
এমনি করে পনেরো বছর।
আমার সেই ছোট্ট বোনটা ইউনিভার্সিটি এর গন্ডি পেরোল।আমি ব্যাংক এ জব করছি।
আজ হয়ত আমাদের অনেক কিছু আছে,অনেক কিছু নেই-ও,তবে আমরা আমাদের বাবাকে হারিয়ে ফেলেছি।কত দিন বাবাকে "বাবা" বলে ডাকিনা,ডাকতে ভুলে গেছি যেন।
আমার,বাবা কে "বাবা" বলে ডাকতে ইচ্ছে করে,বাবা কে জড়িয়ে ধরতে ইচ্ছে করে।বাবা,তুমি কোথায়?
তোমার ছেলেটাকে একটু বুকে জড়িয়ে ধরবে??একটু আদর করে দাও না বাবা আমাকে...
বাবা,কত দিন-কত রাত দেখিনা তোমায়।তোমার কি আমার-টুনি-মায়ের কথা মনে পড়েনা??আমাদের জন্য তোমার কষ্ট হয়না?এত নিষ্ঠুর কেন বাবা তুমি??
তোমার উপর আমার অনেক অভিমান।তুমি কেন আমাদের ছেড়ে এমনি করে চলে গেলে...কেন,কেন???
এই মুহুর্তে যখন তোমাকে নিয়ে আমার অভিমান এর কথাগুলো লিখছি,আমার চশমার কাচ ঝাপ্সা হয়ে যাচ্ছে।
তোমার জন্য বুকের ভিতর ভীষন কষ্ট হচ্ছে বাবা...
কিন্তু আমি কাঁদতে পারছিনা,কষ্ট গুলো গলার ভেতর জমে কেবল তেতো হয়ে যাচ্ছে।আমি কাঁদতে চাই বাবা,আমার সমস্ত দুংখ-যন্ত্রনা-কষ্ট আমি ভাসিয়ে দিতে চাই,চোখের জলে।
ভালোবাসা কি তা বুঝার আগেই তোমাকে হারালাম,তাই তোমাকে কোনদিন ভালোবাসার কথাটা বলা হয়নি,খানিকটা লজ্জায়,কিছুটা ভয় কিংবা হয়তবা অকারনেই।
আজ সব কিছু পাশে ফেলে হ্দয়ের সবটুকু আবেগ নিয়ে বলছি,বাবা-অনেক ভালোবাসি তোমায়।
দুরদেশে,তুমি ভালো থেকো বাবা,অনেক ভাল থেকো....