অনেকদিন পর একটা বিষয়ে লিখতে বসলাম, অনেকদিন লেখি না, তাই হয়ত লেখাটা এত গুছিয়ে লিখতে পারিনি ।
যাই হোক, আমি সবসময় ভাবি যে কিছু মানুষের কথা যারা কিনা সারা বাংলাদেশকে পরিবর্তন করে উন্নত করার জন্য কিছু কার্যক্রম হাতে নেয়। যারা কিনা তাদের অর্জিত জ্ঞান ও শিক্ষাকে শক্তিতে রূপান্তর করে সবার মাঝে তা ছড়িয়ে দিতে চেষ্টা করে।
আমি ভাবছি একটা আইডিয়া শেয়ারিং ওয়েবসাইট কি বানানো যায় যেটা একটা নমুনা হিসেবে কাজ করবে বা সবাইকে পথ দেখাবে নতুন কিছু করার বা সৃজনশীলতা চর্চার মাধ্যমে সমগ্র বাংলাদেশে পরিবর্তন এনে দেয়া যে সম্ভব সেটা দেখাবে। এটার মাধ্যমে সবাইকে পথ দেখানো সম্ভব হবে যাতে সবাই বুঝতে পারে- বাংলাদেশকে পাল্টে দেবার পথে কি কি করা যায়।
আমি একজন তরুণের স্বপ্ন দেখি যে হার না মেনে দিনের পর দিন নতুন নতুন স্বপ্ন দেখে, যে সবরকম ঝগড়া বিবাদ থেকে দূরে সরে গিয়ে অবিরাম শান্ত শিষ্ট মনে দেশের জন্য আইডিয়া তৈরি ও সবার কাছ থেক আইডিয়া সংগ্রহের কাজ করে যেতে থাকে। সে সেই আইডিয়া সবার মাঝে ছড়িয়ে দিতে চায়, সবাইকে আইডিয়া শেয়ার করতে উৎসাহ দেয়, যে যেভাবে পারে সেসব আইডিয়া যেন নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে সেসব নিশ্চিত করে।
হিন্দি "স্বদেশ" ছবিতে শাহরুখ খানের চরিত্রটি সে যত কিছু জানে সেসব ব্যবহার করে নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব তার গ্রামের উন্নতির জন্য কাজ করে গিয়েছিল। আমরাও কি নিজ নিজ অর্জিত মেধা দিয়ে সেরকম কিছু যা আমরা জানি ও পারি বা যাতে আমাদের দক্ষতা আছে সেটা সবার কাজে লাগান শুরু করতে পারি না? সবার মাঝে ছোট ছোট আইডিয়া ছড়িয়ে দিতে পারিনা?? আমাদের আশপাশের সবার অংশগ্রহণে ছোট ছোট দলের মাধ্যমে নিজেই এলাকার উন্নতির জন্য কাজ করে যেতে পারিনা?? সরকারের প্রতি অতি নির্ভরশীলতা কমাতে পারি না??
আমরা ছোটবেলা থেকেই অনেক কিছু বইয়ে পড়ি যা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি না,কিন্তু আমি কাউকে না কাউকে দেখেছি বই না পড়েই নিজের মেধা কাজে লাগিয়ে কিছু কাজ বাস্তব জীবনে করে ফেলতে পারে। আমরা কি শিক্ষা ও জ্ঞানকে বাস্তব জীবনে নিজে ব্যবহার করার মাধ্যমে কিভাবে শক্তিতে রূপান্তর করতে হবে সেটা সবাইকে দেখিয়ে দিতে পারি না? শুধু বই আর মুখস্ত নির্ভর পড়ালেখা আর কত? একমাত্র শিক্ষা ও জ্ঞান এর যথাযথ বাস্তব প্রয়োগের মাধ্যমেই আমার দেশের প্রভূত উন্নতি সাধন করা সম্ভব যা আমরা দেখেছিলাম আমির খানের থ্রি ইডিয়টস মুভিতে। সেখানে দেখান হয়েছিল নিজের শিক্ষা ও জ্ঞান শুধু বইয়ের মাঝে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে প্রয়োগ করে মানুষ চাইলে কত কিছু করতে পারে তার চারপাশের সবার জন্য।
আমি রাজনীতি নিয়ে একদমই কথা বলতে আগ্রহী নই। দেশের নেতাদের উপর দেশের উন্নতির ভার এককভাবে না দিয়ে বরং নিজ নিজ অবস্থান থেকেই আমরা ছোট ছোট উদ্যোগ নিতে পারি যা দেশের মানুষকে যোগ্য হিসেবে গড়ে তুলবে। আমরা নিজেই নিজের অবস্থান থেকে কিছু কিছু কাজ করে যেতে পারি ঠিক যেরকমভাবে শিক্ষক ডট কম ওয়েবসাইট এবং ফেসবুকের "চাকরি খুঁজব না, চাকরি দিব" এবং "শিশু লালন পালন" গ্রুপ যাত্রা শুরু করেছে। আমাদের আসলে এরকম আরও ওয়েবসাইট ও গ্রুপ দরকার।
আমি আপনাদের সবাইকে আহবান করছি দেশের উন্নতির জন্য আমাদের উদ্যোগগুলো ঠিক কিরকম হতে পারে এ ব্যাপারে নিজেদের আইডিয়া শেয়ার করতে। যারা প্রবাসে থাকেন বা আগে ছিলেন তারা শেয়ার করুন যে বিভিন্ন দেশে ঠিক কিভাবে নাগরিকেরা নিজ নিজ দেশের উন্নতির জন্য অবদান রেখে চলেছে, কিভাবে আমরা সেটি নিজেদের দেশের ভেতরেও সকল সীমাবদ্ধতা মেনেই একটু একটু করে ব্যবহার শুরু করতে পারি। আমরা প্রথমেই খুব বড় আকারে শুরু করতে পারব না, আমাদের অল্প অল্প করেই শুরু করে এগিয়ে যেতে হবে।
আসুন শুরু করি, শুরু করলেই সব সম্ভব।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১